Advertisement

Virat Kohli Rohit Sharma: ODI থেকেও রোহিত-বিরাটের অবসর জল্পনা, সৌরভ কী বলছেন?

অক্টোবরে ভারতীয় দল যাবে অস্ট্রেলিয়া সফরে। ২০২৭ বিশ্বকাপের বিসিসিআই ভাবনায় বিরাট কোহলি ও রোহিত শর্মা আছে কিনা সেটা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই এ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিস্কার জানিয়ে দিলেন, ফর্ম আসল কথা। সেটা থাকলেই খেলা উচিত।

Virat Kohli,Rohit SharmaVirat Kohli,Rohit Sharma
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2025,
  • अपडेटेड 12:13 PM IST

অক্টোবরে ভারতীয় দল যাবে অস্ট্রেলিয়া সফরে। ২০২৭ বিশ্বকাপের বিসিসিআই ভাবনায় বিরাট কোহলি ও রোহিত শর্মা আছে কিনা সেটা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই এ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিস্কার জানিয়ে দিলেন, ফর্ম আসল কথা। সেটা থাকলেই খেলা উচিত। 

এ দিন কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভকে সম্ভাব্য অবসর নিয়ে প্রশ্ন করা হয়। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, 'আমি বিষয়টা জানি না। তাই মন্তব্য করা ঠিক হবে না।' তবে সৌরভের মতে, একমাত্র পারফরম্যান্সই রোহিত-কোহলির ক্রিকেটজীবন দীর্ঘায়িত করতে পারে। সৌরভ বলেন, 'জানি না ওরা অবসর নেবে কি না। তবে যে পারফর্ম করবে সে খেলবে। যদি দু’জনেই ভাল খেলে তা হলে খেলা চালিয়ে যাওয়া উচিত। এক দিনের ক্রিকেটে কোহলির পরিসংখ্যান অসাধারণ। রোহিতেরও তাই। দু’জনেই সাদা বলের ক্রিকেটে খুবই ভাল খেলেছে।'

কী ঘটেছে?
এর আগে ভারতীয় দলকে টি২০ বিশ্বকাপ জিতিয়েছেন রোহিত-কোহলি জুটি। এরপর অবসর নেন সবচেয়ে ছোট ফরম্যাট থেকে। ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে ভারত। রোহিত ছিলেন ক্যাপ্টেন সেবারও। দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিরাট কোহলি। এরপর টেস্ট থেকে অবসর। কিছুদিনের ব্যবধানেই সিদ্ধান্ত দুই তারকার। যা অবাক করেছিল প্রায় সকলকেই। ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারত দুই তারকাকে ছাড়াই ড্র করেছে। 

ওডিআই থেকেও অবসর দুই তারকার?
বিরাট কোহলি ও রোহিত শর্মা অস্ট্রেলিয়া সিরিজের পরই এক দিনের ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন এমনটাই শোনা যাচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশ, রিপোর্টে বলা হয়েছে, রোহিত ও কোহলি ইংল্যান্ড সফরেও যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের জানিয়ে দেওয়া হয়েছিল যে দলে নেওয়া হবে না। সে কথা শোনার পরেই লাল বালর ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তাঁরা।

অক্টোবরে আস্ট্রলিয়া সফরে যাওয়ার কথা রোহিত, কোহলি। তারপর ওয়েনডে-র বিশ্বকাপ। মাঝে অনেকদিন সময় রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোহলি ও রোহিতকে বিজয় হাজারে ট্রফিতে খেলার নির্দেশ দেবে বোর্ড। তারপরই তাঁদের ওয়ানডে বিশ্বকাপে খেলার রাস্তা খুলতে পারে। যদিও এই নিয়ে বোর্ড বা দুই ক্রিকেটারের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

Advertisement

এশিয়া কাপে ভারত ফেভারিট
সৌরভ মনে করছেন এশিয়া কাপে ভারতকে আটকানো কঠিন। সৌরভ বলেন, 'ক্রিকেটারেরা এখন বিশ্রামে রয়েছে। আইপিএলের পর থেকে পাঁচটা টেস্ট খেলেছে। ভারত এমনিতেই শক্তিশালী দল। সাদা বলের ক্রিকেটে আরও বেশি শক্তিশালী। তাই আমার মতে ভারতই ফেভারিট। দুবাইয়ের পিচে ওদের হারানো খুবই কঠিন কাজ হবে।'  

Read more!
Advertisement
Advertisement