Advertisement

Virat Kohli Rohit Sharma : 'বিরাট-রোহিতদেরও ঘরোয়া ক্রিকেট খেলা উচিত, তাতে টিমেরই উপকার হবে'

বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তারকা খেলোয়াড়দেরও ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। এমনটাই মনে করছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ তথা খেলোয়াড় রবি শাস্ত্রী।

Rohit Sharma, Virat Kohli Rohit Sharma, Virat Kohli
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 07 Jan 2025,
  • अपडेटेड 11:53 PM IST
  • বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তারকা খেলোয়াড়দেরও ঘরোয়া ক্রিকেট খেলা উচিত
  • এমনটাই মনে করছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ তথা খেলোয়াড় রবি শাস্ত্রী

বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তারকা খেলোয়াড়দেরও ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। এমনটাই মনে করছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ তথা খেলোয়াড় রবি শাস্ত্রী। বর্ডার-গাভাসকার ট্রফিতে হেরেছে টিম ইন্ডিয়া। তারপর থেকেই প্রশ্নের মুখে পড়েছে ভারতের ব্যাটিং লাইন আপ। সমালোচনায় বিদ্ধ হয়েছেন বিরাট-রোহিতের মতো সিনিয়ররাও। তারই মধ্যে রবি শাস্ত্রী এই মন্তব্য করলেন। 

রবি শাস্ত্রী মনে করেন, ঘরোয়া ক্রিকেট খেললে রোহিত-কোহলিদেরই উপকার হবে। এতে করে তাঁরা এই জেনারেশনের সঙ্গে মাঠ শেয়ার করতে পারবেন। ভারতীয় ক্রিকেটের উপকার হবে। আবার মাঠে প্র্যাকটিসের যে গ্যাপ থাকে সেটাও দূর হবে। 

শাস্ত্রীর কথায়, 'খেলার মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে মাঠে যাওয়া উচিত। ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। তাহলে অনেকটা ঘাটতি পূরণ হয়ে যাবে। কারণ, এত দিনের গ্যাপে যদি টেস্ট ম্যাচ খেলতে নামা হয় তাহলে ঘরোয়া ক্রিকেট খেলে আসা খুব গুরুত্বপূর্ণ। এতে দুটো উপকার হবে। এই জেনারেশনের ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা বাড়বে। তারাও সমৃদ্ধ হবে। এবং আরও একটা দিক হল, ঘরোয়া ক্রিকেট খেললে স্পিন খেলার সুযোগ মিলবে। যা সব সময় পাওয়া যায় না। ফলে টার্নিং উইকেটে বিপদে পড়তে হয় ব্যাটারদের।' 

প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ভারতের প্রথম খেলা ২০ ফেব্রুয়ারি। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে অভিযান শুরু করবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। 

চ্যাম্পিয়ান্স ট্রফির জন্য ১২ জানুয়ারির মধ্যে সব দলকে খেলোয়াড় তালিকা প্রকাশ করতে হবে। আইসিসি-র বেঁধে দেওয়া সময়ের মধ্যে খেলোয়াড় তালিকা প্রকাশ করবে টিম ইন্ডিয়াও। এখন সেদিকেই নজর ক্রিকেট প্রেমীদের।  

Read more!
Advertisement
Advertisement