Advertisement

India vs Pakistan CT 2025: জয় না ব্যক্তিগত মাইলস্টোন? টানটান ক্লাইম্যাক্সে বিরাট-শতরান

১১১ বলে সেঞ্চুরি বিরাট কোহলির। বলা হয়, তারকারা সঠিক মঞ্চেই জ্বলে ওঠেন। রান খরা যখন দুই ফরম্যাটেই সমস্যা করছিল, ঠিক সেই সময় চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচটাই যেন বেছে নিলেন কোহলি। শুধু তাই নয়, পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত করে ভারতকে সেমিফাইনালেও প্রায় তুলে দিলেন প্রাক্তন ক্যাপ্টেন।

বিরাট কোহলির সেঞ্চুরিবিরাট কোহলির সেঞ্চুরি
Aajtak Bangla
  • দুবাই,
  • 23 Feb 2025,
  • अपडेटेड 10:19 PM IST

১১১ বলে সেঞ্চুরি বিরাট কোহলির। বলা হয়, তারকারা সঠিক মঞ্চেই জ্বলে ওঠেন। রান খরা যখন দুই ফরম্যাটেই সমস্যা করছিল, ঠিক সেই সময় চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচটাই যেন বেছে নিলেন কোহলি। শুধু তাই নয়, পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত করে ভারতকে সেমিফাইনালেও প্রায় তুলে দিলেন প্রাক্তন ক্যাপ্টেন।  

১১১ বলে সেঞ্চুরি বিরাট কোহলির। বলা হয়, তারকারা সঠিক মঞ্চেই জ্বলে ওঠেন। রান খরা যখন দুই ফরম্যাটেই সমস্যা করছিল, ঠিক সেই সময় চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচটাই যেন বেছে নিলেন কোহলি। শুধু তাই নয়, পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত করে ভারতকে সেমিফাইনালেও প্রায় তুলে দিলেন প্রাক্তন ক্যাপ্টেন।  

প্রথমে পেরোলেন ১৪,০০০ রান
পাকিস্তানের  ১২.৬ ওভারে হ্যারিস রউফকে কভার ড্রাইভে বাউন্ডারি মেরে ওডিআইতে ১৪ হাজারের মাইলস্টোন পার করেছেন বিরাট কোহলি। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এবং ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওডিআইতে ১৪ হাজারের বেশি রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। তাঁর সামনে এখন শুধু রয়েছেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় মেগাস্টার সচিন তেন্ডুলকরকে।

হাফ সেঞ্চুরি করে আরও এক রেকর্ড
এদিকে এদিন হাফ সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই আরও একটি কীর্তি গড়লেন কিং কোহলি। সচিনকে আরও একটি কীর্তিতে ছুঁয়ে ফেললেন তিনি। আইসিসি-র সব ট্রফি মিলিয়ে দুইজনেরই ২৩টা হাফ সেঞ্চুরি হল।

শেষে চার মেরে সেঞ্চুরি
ম্যাচে কোহলির ব্যাট পুরোদমে ছিল। তিনি ১১১ বলে সেঞ্চুরি করেন। এই সময় তিনি ৭ টি চার মারেন। ওডিআই ক্রিকেটে ১৫ মাস পর কোহলি এই সেঞ্চুরি করলেন। এর আগে, তিনি ১৫ নভেম্বর ২০২৩ তারিখে একটি সেঞ্চুরি ইনিংস খেলেছিলেন। তারপর ও য়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কোহলি ১১৭ রান করেছিলেন। এটি কোহলির ওয়ানডে ক্রিকেটে ৫১তম সেঞ্চুরি। তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি এমনটি করলেন। মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার ৪৯টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

Read more!
Advertisement
Advertisement