Advertisement

Virat Kohli 50th ODI Century: সচিনকে প্রণাম বিরাটের, ভরা মাঠেই কোহলিকে ফ্লাইং ক্লিস অনুষ্কার, কোহলি কী করলেন?

গুরুদেবকে প্রণাম। স্ত্রীকে চুম্বন। হাজার-হাজার দর্শকের কানফাটানো উল্লাস। বুধবার বিরাট কোহলির ৫০ তম শতরানের পর ওয়াংখেড়ের দৃশ্য গায়ে কাঁটা দেওয়ার মতো। এ যেন প্রাচীন রোমের কলোসিয়াম। আর বিরাট যেন এক বীর রোমান গ্ল্যাডিয়েটর। 

Virat AnushkaVirat Anushka
Aajtak Bangla
  • মুম্বই,
  • 15 Nov 2023,
  • अपडेटेड 6:39 PM IST
  • গুরুদেবকে প্রণাম। স্ত্রীকে চুম্বন। হাজার-হাজার ভক্তের উন্মাদনা। বুধবার বিরাট কোহলির ৫০ তম শতরানের পর ওয়াংখেড়ের দৃশ্য যেন গায়ে কাঁটা দেওয়ার মতো।
  • চলতি ICC বিশ্বকাপে এই নিয়ে তৃতীয় শতরান বিরাটের।
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সেমিফাইনালেই ঝলসে উঠল বিরাটের ব্যাট। আজকের দিনটি আরও বেশি স্পেশাল একাধিক কারণে। সচিন তেন্ডুলকরের সামনেই তাঁর রেকর্ড ভাঙলেন বিরাট।

গুরুদেবকে প্রণাম। স্ত্রীকে চুম্বন। হাজার-হাজার দর্শকের কানফাটানো উল্লাস। বুধবার বিরাট কোহলির ৫০ তম শতরানের পর ওয়াংখেড়ের দৃশ্য গায়ে কাঁটা দেওয়ার মতো। এ যেন প্রাচীন রোমের কলোসিয়াম। আর বিরাট যেন এক বীর রোমান গ্ল্যাডিয়েটর। 

চলতি ICC বিশ্বকাপে এই নিয়ে তৃতীয় শতরান বিরাটের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সেমিফাইনালেই ঝলসে উঠল বিরাটের ব্যাট। আজকের দিনটি আরও বেশি স্পেশাল একাধিক কারণে। সচিন তেন্ডুলকরের সামনেই তাঁর রেকর্ড ভাঙলেন বিরাট।

রান নিয়ে ছুটে আসার সময়েই তুলে ধরলেন হাত। তারপর এগিয়ে এসে হাঁটু মুড়ে বসে গেলেন। প্রণামের ভঙ্গিতে মাথা নত করলেন 'মাস্টার ব্লাস্টারে'র উদ্দেশে। 

এ যেন গুরুকে ছাপিয়ে যাওয়া কোনও এক শিষ্য। হাসিমুখে হাততালি দিতে দিতে ততক্ষণে দাঁড়িয়ে পড়েছেন সচিন। একইসঙ্গে পাশে ক্রীড়াজগতের অপর এক কিংবদন্তি, ডেভিড বেকহ্যাম। ওয়াংখেড়ের উত্তেজনায় তিনিও যে মিলে মিশে একাকার হয়ে গিয়েছেন, তা তাঁর হাসি ও জোর হাততালি থেকেই স্পষ্ট।

মাঠে হাজার-হাজার মানুষ। সকলের মুখে 'কোহলি-কোহলি' রব। তবে সবার মাঝেও বিরাটের সবচেয়ে বড় চিয়ারলিডার একজনই। তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। একের পর এক উড়ন্ত চুম্বন ছুঁড়তে দেখা গেল বলি অভিনেত্রীকে। পাল্টা চুম্বন ফিরিয়ে দিলেন বিরাটও। গোটা স্টেডিয়াম তখন উত্তেজনায় কাঁপছে। 

এদিন দুরন্ত শতরান করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছাপিয়ে যান বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যার নিরিখে এই রেকর্ড। মুম্বইয়ে সচিনের ঘরের মাঠে তাঁর সামনেই এই রেকর্ড টপকে গেলেন কিং কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টা সেঞ্চুরির নজির সৃষ্টি করলেন বিরাট।

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়লেন তিনি। শুধু এই রেকর্ড নয়, বিশ্বকাপে রান সংখ্যার নিরিখেও সচিনকে টপকে গিয়েছেন বিরাট। এবারের বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে এসেছে ৬৭২ রান। এর আগে সচিনের ছিল এই রেকর্ড। বিশ্বকাপে এর আগে এক বিশ্বকাপে ৬৭২ রান করেছিলেন সচিন।     

Advertisement
Read more!
Advertisement
Advertisement