Advertisement

Virat Kohli: 'ঠেলার নাম...'! দীর্ঘ ১৩ বছর পর রঞ্জি খেলতে নামছেন বিরাট

১৩ বছর পর রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) দিল্লির হয়ে নামছেন বিরাট কোহলি (Virat Kohli)। সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, বিরাট দিল্লি (Delhi Cricket Team) দলের অনুশীলনে রাজকোটে যোগ দিতে চলেছেন। রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচ খেলতে দেখা যেতে পারে তাঁকে। ইতিমধ্যেই বিসিসিআই (BCCI) জানিয়ে দিয়েছে, ভারতীয় দলের (Team India) সমস্ত ক্রিকেটারকেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। তা না মানলে, কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। সে কারণেই কি এতদিন পর, ঘরোয়া ক্রিকেটে ফিরছেন কিং কোহলি?

Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 17 Jan 2025,
  • अपडेटेड 5:11 PM IST

১৩ বছর পর রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) দিল্লির হয়ে নামছেন বিরাট কোহলি (Virat Kohli)। সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, বিরাট দিল্লি (Delhi Cricket Team) দলের অনুশীলনে রাজকোটে যোগ দিতে চলেছেন। রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচ খেলতে দেখা যেতে পারে তাঁকে। ইতিমধ্যেই বিসিসিআই (BCCI) জানিয়ে দিয়েছে, ভারতীয় দলের (Team India) সমস্ত ক্রিকেটারকেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। তা না মানলে, কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। সে কারণেই কি এতদিন পর, ঘরোয়া ক্রিকেটে ফিরছেন কিং কোহলি?

কোচ গৌতম গম্ভীর সকল ভারতীয় ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনে ঋষভ পান্ত, শুভমন গিল, যশস্বী জয়সওয়ালেরা রঞ্জি দলে যোগ দিয়েছেন। তাঁরা খেলবেনও। কিন্তু রোহিত শর্মা এবং বিরাট এখনও নিশ্চিত করেননি তাঁরা খেলবেন কি না। রোহিত ইতিমধ্যেই মুম্বইয়ের রঞ্জি দলে যোগ দিয়েছেন। অনুশীলন করেছেন। কিন্তু বিরাটকে নিয়ে সংশয় ছিল। এ বার শোনা যাচ্ছে তিনিও দলে যোগ দেবেন এবং অনুশীলন করবেন। ম্যাচ খেলবেন কি না তা এখনও জানা যায়নি।

রঞ্জিতে দিল্লির পরবর্তী ম্যাচ সৌরাষ্ট্রের বিরুদ্ধে। ২৩ জানুয়ারি থেকে সেই ম্যাচ শুরু হবে। রাজকোটে হবে ম্যাচ। দিল্লি দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পান্ত। সেই দলেই খেলতে দেখা যেতে পারে বিরাটকেও। অর্থাৎ পান্তের ক্যাপ্টেন্সিতে খেলবেন বিরাট। গত অস্ট্রেলিয়া সিরিজে পাঁচ ম্যাচে মাত্র একটি সেঞ্চুরি করতে পেরেছিলেন তিনি। ৫টি টেস্টের ৯ ইনিংসে ব্যাট করে ১৯০ রান করেছিলেন বিরাট, গড় ২১.১১। স্বাভাবিকভাবে এই পারফরম্যান্সের পর বেশ হতাশ কোহলি নিজেও।

শোনা গিয়েছিল, ঘাড়ের চোটের কারণে প্রথম ম্যাচে নাও খেলতে পারেন বিরাট। সেই কারণেই এখনই বলা যাচ্ছে না কোহলি এই ম্যাচে খেলবেন কিনা।  হয়তো ২টি রঞ্জি ট্রফির ম্যাচের মধ্যে প্রথমটি সে মিস করবে। এই বিষয়ে DDCA-র নির্বাচকরা আপডেট পেলে তবে ছবিটা আরও পরিষ্কার হবে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement