Advertisement

Virat Kohli: নো সিঙ্গল, শুধু ৪ মেরেই হাফ সেঞ্চুরি, কোহলি কেন 'বিরাট'? ফের প্রমাণ করলেন

সেঞ্চুরি না পেলেও, ছন্দেই রয়েছেন বিরাট কোহলি। শুক্রবার গুজরাতের বিরুদ্ধে ম্যাচে ৬১ বলে ৬৭ রান করে আউট হতে হল কোহলিকে। তবে দর্শকরা হতাশ, আগের দিনের মতো এদিনও বিরাটের ব্যাটিং দেখতে না পাওয়ায়। এদিনও বেঙ্গালুরু সেন্টার অফ এক্সিলেন্সে দর্শকদের ঢোকার অনুমতি ছিল না। ছিল না কোনও টেলিভিশন সম্প্রচারও। 

বিরাট কোহলিবিরাট কোহলি
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 26 Dec 2025,
  • अपडेटेड 11:57 AM IST

সেঞ্চুরি না পেলেও, ছন্দেই রয়েছেন বিরাট কোহলি। শুক্রবার গুজরাতের বিরুদ্ধে ম্যাচে ৬১ বলে ৬৭ রান করে আউট হতে হল কোহলিকে। তবে দর্শকরা হতাশ, আগের দিনের মতো এদিনও বিরাটের ব্যাটিং দেখতে না পাওয়ায়। এদিনও বেঙ্গালুরু সেন্টার অফ এক্সিলেন্সে দর্শকদের ঢোকার অনুমতি ছিল না। ছিল না কোনও টেলিভিশন সম্প্রচারও। 

দিল্লির এদিনের শুরুটা একেবারেই ভাল হয়নি। প্রিয়াংশ আর্য (১ রান) দ্রুত আউট হওয়ার পর, বিরাট কোহলি ক্রিজে এসেই পাল্টা আক্রমণ চালাতে শুরু করে দেন। খুব দ্রুত অর্ধশতরান করেন। তাঁর ইনিংসে ছিল ১২ টি চার এবং একটি ছক্কা। কোহলির প্রাথমিক ৫৩ রানের মধ্যে ৫০ রানই আসে বাউন্ডারি থেকে। কোহলি মোট ৬১ বল খেলে ১৩ টি চার এবং একটি ছক্কা মারেন। তবে সেঞ্চুরি করতে পারেননি। 

কোন বোলার কোহলিকে আউট করেছিলেন?
বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করার পর গতি কিছুটা কমিয়ে দেন। কোহলি ফরোয়ার্ড শট নেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় গুজরাতের বাঁ হাতি স্পিনার বিশাল জয়সওয়ালের বলে তাঁকে স্ট্যাম্প আউট করেন উরন্ডিল প্যাটেল। কোহলির কাছে তার ৫৯তম লিস্ট এ সেঞ্চুরি করার সুযোগ ছিল, কিন্তু তিনি তা মিস করেন। লিস্ট এ ক্রিকেটে কোহলির এখন ৫৮টি সেঞ্চুরি এবং ৮৫টি হাফ সেঞ্চুরি।

এর আগে বিজয় হাজারে ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচে কোহলি ১০১ বলে ১৪টি চার এবং তিনটি ছক্কা মেরে ১৩১ রান করেছিলেন। বিরাট কোহলির দুরন্ত সেঞ্চুরিতে দিল্লি অন্ধ্রপ্রদেশকে চার উইকেটে হারিয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন কিং কোহলি।

দিল্লি প্লেয়িং ইলেভেন: প্রিয়ংশ আর্য, অর্পিত রানা, বিরাট কোহলি, নীতীশ রানা, ঋষভ পন্ত (উইকেটরক্ষক/অধিনায়ক), আয়ুষ বাদোনি, হর্ষ ত্যাগী, সিমারজিৎ সিং, প্রিন্স যাদব, নবদীপ সাইনি, ইশান্ত শর্মা

গুজরাতের প্লেয়িং ইলেভেন: আর্য দেশাই, উরভিল প্যাটেল (উইকেটরক্ষক), অভিষেক দেশাই, জয়মিত প্যাটেল, চিন্তন গাজা (অধিনায়ক), সৌরভ চৌহান, হেমাঙ্গ প্যাটেল, বিশাল জয়সওয়াল, রবি বিষ্ণোই, অর্জন নাগও য়াসওয়ালা এবং অমিত দেশাই।

Advertisement
Read more!
Advertisement
Advertisement