Advertisement

Virat Kohli: দিল্লির হয়ে প্র্যক্টিসে নামলেন বিরাট, তবুও হতাশ ফ্যানরা; কেন?

অবশেষে রঞ্জি ট্রফির (Ranji Roy) প্রস্তুতি শুরু করলেন বিরাট কোহলি (Virat Kohli)। ২৮শে জানুয়ারি অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি (Delhi Cricket Team) দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করেছেন। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করে, আন্তর্জাতিক কেরিয়ারে ফর্ম ফেরাতে মরিয়া কোহলি। ২০১২ সালের পর এই টুর্নামেন্টে শেষবার উত্তর প্রদেশের বিরুদ্ধে খেলেছিলেন বিরাট। তবে এই ম্যাচ টিভিতে দেখা যাবে না বলে হতাশ ফ্যানরা। 

দিল্লির অনুশিলনে বিরাটদিল্লির অনুশিলনে বিরাট
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 28 Jan 2025,
  • अपडेटेड 12:28 PM IST

অবশেষে রঞ্জি ট্রফির (Ranji Roy) প্রস্তুতি শুরু করলেন বিরাট কোহলি (Virat Kohli)। ২৮শে জানুয়ারি অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি (Delhi Cricket Team) দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করেছেন। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করে, আন্তর্জাতিক কেরিয়ারে ফর্ম ফেরাতে মরিয়া কোহলি। ২০১২ সালের পর এই টুর্নামেন্টে শেষবার উত্তর প্রদেশের বিরুদ্ধে খেলেছিলেন বিরাট। তবে এই ম্যাচ টিভিতে দেখা যাবে না বলে হতাশ ফ্যানরা। 

মঙ্গলবার সকালে অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছে, কোহলি ফিল্ডিং অনুশীলনে অংশ নিয়েছিলেন। দিল্লির সতীর্থদের সঙ্গে ফুটবল খেলতেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) , ঋষভ পান্ত (Rishabh Pant), শুভমান গিল (Shubman Gill) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) সহ সবাই ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেছেন।

কোহলি এবং ভারতের বাকি তারকারা ঘরোয়া ক্রিকেটে ফিরে আসছেন। কোহলি ঘাড়ের চোটের কারণে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির আগের ম্যাচ মিস করলেও , তিনি রেলওয়েজের বিরুদ্ধে প্রভাব ফেলতে মরিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বর্ডার-গাভাস্কার ট্রফি হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁর ফর্মে ফিরে আসা গুরুত্বপূর্ণ। 

ম্যাচ দেখা যাবে না
কোহলির খেলা থাকা সত্ত্বেও, ভক্তরা ম্যাচটি লাইভ দেখতে পারবেন না , কারণ টেলিকাস্ট বা লাইভ-স্ট্রিমিংয়ের কোনও নিশ্চিতকরণ নেই। বিসিসিআই অবশ্য অরুণ জেটলি স্টেডিয়ামে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। 

রেলওয়ের (Railway FC) বিরুদ্ধে দিল্লির ম্যাচটি এখন উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করেছে কারণ কোহলি বর্ডার গাভাস্কার ট্রফিতে (Border Gavaskar Trophy) নিউজিল্যান্ড এবং তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফর্মে ছিলেন না বিরাট। একটা সেঞ্চুরি এলেও বিরাটের থেকে তাঁর ভক্তরা আরও বেশি রান প্রত্যাশা করেন। তাই ফর্মে ফিরতে মরিয়া বিরাট। ৩০ জানুয়ারী থেকে বিরাটের মাঠে নামার কথা। রঞ্জি ট্রফি গ্রুপ পর্বে দিল্লিকে ভাল জায়গায় নিয়ে যেতে চাইছেন বিরাট।

শোনা গিয়েছে, কোহলিকে ক্যাপ্টেন্সি করার প্রস্তাব দেওয়া হয়েছিল দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তবে তিনি সেই প্রস্তাবে সায় দেননি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement