Advertisement

India vs Australia Virat Kohli: কোহলির বিক্রমে বিরাট ম্যাচ জয় ভারতের, অল্পের জন্য হাতছাড়া সেঞ্চুরি

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে (IND vs AUS Champions Trophy 2025 Semi-Final) রোহিত শর্মার (Rohit Sharma) ভারত মুখোমুখি হয়েছিল স্টিভ স্মিথের (Steve Smith) অস্ট্রেলিয়া। ভারত সেই ম্যাচ জিতে ফাইনালে চলে গেল। নির্ধারিত ওভারে অস্ট্রেলিয়া ১০ উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে, ভারতীয় দল সেখানে ১১ বল বাকি থাকতেই রান তুলে নেয়। 

ছবি সৌজন্য : বিসিসিআই ট্যুইটার ছবি সৌজন্য : বিসিসিআই ট্যুইটার
Aajtak Bangla
  • দুবাই,
  • 04 Mar 2025,
  • अपडेटेड 10:16 PM IST

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে (IND vs AUS Champions Trophy 2025 Semi-Final) রোহিত শর্মার (Rohit Sharma) ভারত মুখোমুখি হয়েছিল স্টিভ স্মিথের (Steve Smith) অস্ট্রেলিয়া। ভারত সেই ম্যাচ জিতে ফাইনালে চলে গেল। নির্ধারিত ওভারে অস্ট্রেলিয়া ১০ উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে, ভারতীয় দল সেখানে ১১ বল বাকি থাকতেই রান তুলে নেয়। 

ক্যাচ ধরে রেকর্ড গড়েছেন বিরাট
কোহলি ফিল্ডিং করার সময় দু'টি ক্যাচ নিয়েছেন। জশ ইংলিস ও নাথান এলিস তাঁর হাতেই ধরা পড়েছেন। ক্যাচের পর ক্যাচেই হয়েছে রেকর্ডের পর রেকর্ড! ইন্দো-অজি মহাযুদ্ধে চর্চায় কোহলির 'হাতযশ'! ওডিআই ক্রিকেটে সর্বাধিক ক্যাচ (উইকেটরক্ষক বাদে) নেওয়া ক্রিকেটার হিসেবে কোহলি চলে গেলেন দুয়ে! একে রয়েছেন মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা) (৪৪৮ ম্যাচে ২১৮টি ক্যাচ) দুয়ে কোহলি (ভারত) (৩০১ ম্যাচে ১৬১টি* ক্যাচ),তিনে রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)(৩৭৫ ম্যাচে ১৬০টি ক্যাচ), চারে মহম্মদ আজহারউদ্দিন (ভারত) (৩৩৪ ম্যাচে ১৫৬টি ক্যাচ), রস টেলর (নিউজিল্যান্ড) (২৩৬ ম্যাচে ১৪২টি ক্যাচ)।

দারুণ রান চেজ ভারতের

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমি-ফাইনালে ভারতের জয়ের নায়ক বহু যুদ্ধের ঘোড়া বিরাট কোহলি। এদিন নিশ্চিত শতরান হারালেও, দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন এই তারকা। তাঁকে কেন 'চেজ মাস্টার' বলা হয়, তা ফের বুঝিয়ে দিলেন বিরাট। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পরে ব্যাটিং করে ২৬৫ রান করা সহজ নয়। কিন্তু বিরাট ফর্মে থাকলে কোনও টার্গেটই কঠিন নয়। এই তারকা ৯৮ বলে ৮৪ রানের অসামান্য ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি। বেশিরভাগ রানই ছুটে নিয়েছেন বিরাট। এই পরিসংখ্যানই প্রমাণ করে দিচ্ছে, বয়স বাড়লেও তাঁর ফিটনেস যে কোনও তরুণের মতোই। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমি-ফাইনালে ভারতের জয়ের নায়ক বহু যুদ্ধের ঘোড়া বিরাট কোহলি। এদিন নিশ্চিত শতরান হারালেও, দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন এই তারকা। তাঁকে কেন 'চেজ মাস্টার' বলা হয়, তা ফের বুঝিয়ে দিলেন বিরাট। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পরে ব্যাটিং করে ২৬৫ রান করা সহজ নয়। কিন্তু বিরাট ফর্মে থাকলে কোনও টার্গেটই কঠিন নয়। এই তারকা ৯৮ বলে ৮৪ রানের অসামান্য ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি। বেশিরভাগ রানই ছুটে নিয়েছেন বিরাট। এই পরিসংখ্যানই প্রমাণ করে দিচ্ছে, বয়স বাড়লেও তাঁর ফিটনেস যে কোনও তরুণের মতোই। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement