Advertisement

Virat Kohli's New Record: সচিন, পন্টিং, জয়সূর্য আশপাশে কেউ নেই, সবাইকে ছাড়ালেন কোহলি

Virat Kohli's New Record: বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার ওয়ান ডে রানের গণ্ডি টপকে যান বিরাট কোহলি। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন কেবল সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও সনথ জয়সূর্য। বিরাট কোহলি ২৭৮টি ওয়ান ডে ম্যাচের ২৬৭টি ইনিংসে ব্যাট করতে নেমে এই মাইলস্টোন টপকে যান।

সচিন, পন্টিং, জয়সূর্য আশপাশে কেউ নেই, সবাইকে ছাড়ালেন কোহলি
Aajtak Bangla
  • অ্যাডিলেড,
  • 11 Sep 2023,
  • अपडेटेड 9:02 AM IST
  • সচিন, পন্টিং, জয়সূর্য
  • আশপাশে কেউ নেই
  • সবাইকে ছাড়ালেন কোহলি

Virat Kohli's New Record: রবিবার পাকিস্তানের (India Vs Pakistan) বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুতে ঝড় তুলেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিল (Subhman Gill)। দুজনেরই হাফ সেঞ্চুরি করে আউট হয়ে যান। ৩ ও ৪ নম্বরে নেমে ছোটখাট বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং কেএল রাহুল (KL Rahul) এমন সময় বৃষ্টি এসে খেলা বন্ধ হয়ে যায়। রবিবার আর খেলা শুরু করা যায়নি। অনেকের ভয় ছিল সোমবার নতুন করে শুরু করার সময় না বিপর্যয় ঘটে যায়। কারণ দীর্ঘক্ষণ বিশ্রামের পর মানসিকভাবে অপ্রস্তুত থাকার সম্ভাবনা থাকছে। বিপর্যয় ঘটল, তবে বিরাট-রাহুলের বা ভারতের নয়, পাকিস্তানের। আগের দিনের পর থেকে খেলা শুরু করে কোনও উইকেটই তুলতে পারলেন না তাঁরা। যার ফল, রাহুল, কোহলি দুজনেই সেঞ্চুরি করে বেরিয়ে গেলেন। আর তার মাঝেই বিরাট কোহলি গড়ে ফেললেন অনন্য সাধারণ রেকর্ড। যা তিনি ছাড়া আর কারও নেই। পিছনের ফেললেন আইকন ক্রিকেটার সচিন তেন্ডুলকরকেও (Sachin Temdulkar)।

কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শতরান করার পথে দুর্দান্ত এক বিশ্বরেকর্ড গড়ে ফেলেন বিরাট কোহলি। তিনি ভেঙে দেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সর্বকালীন নজির। মাস্টার ব্লাস্টারকে টপকাতে বিরাটের প্রয়োজন ছিল ৯৮ রান, যা তিনি অনায়াসে সংগ্রহ করে নেন।

বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার ওয়ান ডে রানের গণ্ডি টপকে যান বিরাট কোহলি। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন কেবল সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও সনথ জয়সূর্য। বিরাট কোহলি ২৭৮টি ওয়ান ডে ম্যাচের ২৬৭টি ইনিংসে ব্যাট করতে নেমে এই মাইলস্টোন টপকে যান।

সোমবার পাকিস্তানের বিরুদ্ধে শতরান করার পথে কোহলি দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করেন। এতদিন সব থেকে কম ইনিংসে ব্যাট করে ১৩ হাজার ওয়ান ডে রান করার বিশ্বরেকর্ড ছিল সচিনের নামে। তিনি ৩২১টি ইনিংসে ব্যাট করে এই মাইলস্টোন টপকান। সচিনের তুলনায় ৫৪ টি ইনিংস কম খেলেই এই জায়গা. পৌঁছে গেলেন তিনি।

Advertisement

সব থেকে কম ইনিংসে ১৩ হাজার ওয়ান ডে রান করা ব্যাটসম্যানরা:-

১. বিরাট কোহলি (ভারত)- ২৬৭টি ইনিংসে।
২. সচিন তেন্ডুলকর (ভারত)- ৩২১টি ইনিংসে।
৩. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ৩৪১টি ইনিংসে।
৪. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)- ৩৬৩টি ইনিংসে।
৫. সনৎ জয়সূর্য (শ্রীলঙ্কা)- ৪১৬টি ইনিংসে।

কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে এই শতরানের সুবাদে সচিনের আরও একটি বিশ্বরেকর্ড ভাঙার আরও কাছে পৌঁছে যান বিরাট। এটি কোহলির ওয়ান ডে কেরিয়ারের ৪৭তম সেঞ্চুরি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ৪৯টি সেঞ্চুরি করেছেন সচিন। সুতরাং, আর ৩টি শতরান করলেই সচিনকে টপকে ওয়ান ডে শতরানের হাফ-সেঞ্চুরি করবেন বিরাট। আপাতত তিনি সব থেকে বেশি ওয়ান ডে সেঞ্চুরিকারী ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচের দাপুটে শতরানের পথে ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রানের মাইলস্টোন টপকে যান বিরাট। তিনি সার্বিকভাবে ওয়ান ডে ক্রিকেট সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। কলম্বোয় বিরাট কোহলি ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯৪ বলে ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। এই সেঞ্চুরির পরে ওয়ান ডে ক্রিকেটে বিরাটের সার্বিক সংগ্রহ দাঁড়ায় ১৩০২৪ রান।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement