Advertisement

Virat Kohli: বিরাটের বাড়িতে বেড়ে উঠছে এক লেগস্পিনার; নামবেন দিল্লি প্রিমিয়ার লিগেও

ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর বাড়িতেই এবার তৈরি হচ্ছে লেগস্পিনার। বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মার তত্ত্বাবধানে অনুশীলন করছে  কোহলির ভাইপো আর্যবীর ও বিরাটের বোন ভাবনার ছেলে আয়ুষ। দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লির সুপারস্টারের হয়ে খেলতে দেখা যাবে আর্যবীরকে। 

বিরাট কোহলি ও আর্যবীর কোহলিবিরাট কোহলি ও আর্যবীর কোহলি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 18 Jul 2025,
  • अपडेटेड 4:10 PM IST

ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর বাড়িতেই এবার তৈরি হচ্ছে লেগস্পিনার। বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মার তত্ত্বাবধানে অনুশীলন করছে  কোহলির ভাইপো আর্যবীর ও বিরাটের বোন ভাবনার ছেলে আয়ুষ। দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লির সুপারস্টারের হয়ে খেলতে দেখা যাবে আর্যবীরকে। 

দিল্লির প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে প্রথমবার খেলোয়াড়দের পুলে থাকা আর্যবীরকে দক্ষিণ দিল্লি ১ লক্ষ টাকায় কিনে নেয়। রাজকুমার বলেন, 'আমি খুশি। আর্যবীর একজন প্রতিশ্রুতিবান, আন্তরিক এবং পরিশ্রমী ছেলে। দিল্লি প্রিমিয়ার লিগ তাঁর ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য একটি ভালো প্ল্যাটফর্ম।' আর্যবীর কোহলির ভাই বিকাশের ছেলে। তবে কোহলি পরিবারের সদস্য হলেও, চাপ অনুভব করছে না আর্যবীর। এমনটাই জানিয়েছেন রাজকুমার। বলেন, 'ও একজন সাধারণ ছেলে। পরিবারের পক্ষ থেকে কোনও চাপ দেওয়া হয়নি।'

পাশাপাশি বিরাটের বোন ভাবনার ছেলে আয়ুষও নিজেকে তৈরি করছে। পশ্চিম দিল্লি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নেন, যেখানে বিরাট বহু বছর আগে রাজকুমারের অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন। বিরাটের ছোটবেলার কোচ বলেন, 'আর্যবীর সবসময়ই একজন ভালো বোলার ছিল। শুধু সে নয়, আয়ুষও একজন লেগস্পিনার।' 

আরও পড়ুন

বিরাট কোহলিকে এমনিতেই লেগ স্পিনারে বিরুদ্ধে বেশ সমস্যায় পড়তে দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পাও তাঁকে বারবার বিপদে ফেলেছেন। যদিও ফিঙ্গার স্পিনার বা অফ স্পিনের বিরুদ্ধে বিরাটের রেকর্ড বেশ ভাল। অনেকসময়ই দেখা যায়, তিনি বলের লেংথ বুঝতে না পেরে সমস্যায় পড়তে হয়। ইতিমধ্যেই টি২০ আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন কিং কোহলি। ওয়ানডেতে খেলার পাশাপাশি আইপিএল-এও খেলতে দেখা যাবে তাঁকে। এবার সম্পর্কে মামা বিরাটের সঙ্গে তাঁর ভাগ্নে আয়ুষকে খেলতে দেখা যায় কিনা সেটাই এখন দেখার। 

তবে পিটিআই-এর সঙ্গে কথা বোলার সময় কোচ শরনদীপ সিং বলেন যে, 'ও খুবই পরিশ্রমী একজন বোলার। ও বিরাটের নাম নয়, কঠোর পরিশ্রমই তাকে দলে জায়গা করে দিয়েছে।' 
  

Advertisement

Read more!
Advertisement
Advertisement