Advertisement

Bangladesh Cricket: 'ভারতে আমরা নিরাপদ নই...' ICC-এর আল্টিমেটামের পরও একগুঁয়েমি বাংলাদেশের

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশকে আল্টিমেটাম দিয়েছিল ইন্টারন্যাশনল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। আর এই বার্তা পাওয়ার পর মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই দেশের সরকারের উপর কোনও চাপ তৈরি করবে না। পাশাপাশি ভারতে খেলা নিয়ে তাঁদের অবস্থান বদলাবে না বলেও দাবি করেছেন তিনি। 

বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jan 2026,
  • अपडेटेड 8:37 AM IST
  • ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশকে আল্টিমেটাম দিয়েছিল ইন্টারন্যাশনল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি
  • এই বার্তা পাওয়ার পর মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই দেশের সরকারের উপর কোনও চাপ তৈরি করবে না

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশকে আল্টিমেটাম দিয়েছিল ইন্টারন্যাশনল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। আর এই বার্তা পাওয়ার পর মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই দেশের সরকারের উপর কোনও চাপ তৈরি করবে না। পাশাপাশি ভারতে খেলা নিয়ে তাঁদের অবস্থান বদলাবে না বলেও দাবি করেছেন তিনি। 

আসলে ভারতে টি২০ বিশ্বকাপ খেলবে না বলে প্রথম থেকেই দাবি করে আসছে বাংলাদেশ। তারা শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে প্রস্তুত। তবে বাংলাদেশের এই দাবি মানতে চায়নি আইসিসি। তারা একাধিকবার বাংলাদেশের বোর্ডকে বোঝানোর চেষ্টা করেছে। যদিও কোনও মীমাংসা সূত্র বেরয়নি। আর এমন পরিস্থিতিতে আমিনুল ইসলামের বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে টি২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলার আশা ধীরে ধীরে কমতে শুরু করেছে। 

কী চলছিল? 
বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে, এই দাবি জানিয়ে প্রথম থেকেই ভারতে ম্যাচ খেলতে চায়নি বাংলাদেশ। যদিও আইসিসি-এর তরফে তাদের দাবিকে একবারেই পাত্তা দেওয়া হয়নি। বরং ভারতে খেলতে হবে বলেই জানিয়ে দেওয়া হয়। নইলে বাংলাদেশের জায়গায় অন্য দল বিশ্বকাপে অংশ নেবে বলে জানিয়ে দেয় ক্রিকেট কাউন্সিল। সেই মতো দেওয়া হয় অল্টিমেটাম। 

ICC-এর তরফে এই আল্টিমেটাম পেয়েই আমিনুল ইসলাম দেখা করেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে। সেই বৈঠকের পর ঠিক হয় যে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করা হবে বৃহস্পতিবার। তাঁদের কাছ থেকে জানতে চাওয়া হবে তাঁরা ভারতে বিশ্বকাপ খেলতে চায় কি না।

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আমিনুল বাংলাদেশের মিডিয়াদের বলেন, 'আমি মনে করি ICC-এর দিক থেকে কোনও চমৎকার ঘটবে। কে বিশ্বকাপ খেলতে চায় না? তবে আমি সরকারের উপর চাপ দিতে চাই না। আমরা জানি ভারত আমাদের জন্য নিরাাপদ নয়। সেই কারণেই আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই। আমি নিজের আগের অবস্থানেই রয়েছি।'

Advertisement

সরকারকে চাপ নয়
তিনি আরও জানান, আইসিসি আমাদের সরকারের সঙ্গে কথা বলার জন্য ২৪ থেকে ৪৮ ঘণ্টা দিয়েছে। তবে আমরা সরকারকে চাপ দিতে চাই না। 

তাঁর কথায়, 'আমরা জানি যে আইসিসি আমাদের সমস্ত দাবি উড়িয়ে দিয়েছে। কিন্তু কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে সব দিক নজর রাখতে হয়। শুধু ক্রিকেটারদের কথা চিন্তা করলে চলবে না।'

আর আমিনুলের এই কথাতেই জল্পনা আরও বাড়ছে। তাহলে কি এবারের মতো বিশ্বকাপে দেখা যাবে না বাংলাদেশ দলকে?  

 

Read more!
Advertisement
Advertisement