Advertisement

India vs Australia T20: আজ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ পণ্ড হতে পারে? ক্যানবেরার আবহাওয়ায় উদ্বেগ

শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ভারত ও অস্ট্রেলিয়ার টি২০ সিরিজ। আজ, ২৯ অক্টোবর এই দুই হেভিওয়েট দল মানুকা ওভাল, ক্যানবেরাতে মুখোমুখি হবে। আর সেই ম্যাচের দিকেই নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। কারণ, দুই দলই যে ধারেভাবে সেরা। একে অপরকে টেক্কা দেওয়ার রাখে ক্ষমতা। আর সেটা প্রমাণ হয় পরিসংখ্যানের দিকে তাকালেও। দুইটি দলই নিজেদের শেষ ১০টি ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছে। আর এখন তাঁরা একে অপরের মুখোমুখি হবে। তাই এই সিরিজ যে জমে যাবে, এই কথা তো বলাই বাহুল্য!

ভারত ও অস্ট্রেলিয়া টি২০ভারত ও অস্ট্রেলিয়া টি২০
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 29 Oct 2025,
  • अपडेटेड 11:00 AM IST
  • শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ভারত ও অস্ট্রেলিয়ার টি২০ সিরিজ
  • ২৯ অক্টোবর এই দুই হেভিওয়েট দল মানুকা ওভাল, ক্যানবেরাতে মুখোমুখে হবে
  • আর সেই ম্যাচের দিকেই নজর থাকবে ক্রিকেট প্রেমীদের

শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ভারত ও অস্ট্রেলিয়ার টি২০ সিরিজ। আজ, ২৯ অক্টোবর এই দুই হেভিওয়েট দল মানুকা ওভাল, ক্যানবেরাতে মুখোমুখি হবে। আর সেই ম্যাচের দিকেই নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। কারণ, দুই দলই যে ধারেভাবে সেরা। একে অপরকে টেক্কা দেওয়ার রাখে ক্ষমতা। আর সেটা প্রমাণ হয় পরিসংখ্যানের দিকে তাকালেও। দুইটি দলই নিজেদের শেষ ১০টি ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছে। আর এখন তাঁরা একে অপরের মুখোমুখি হবে। তাই এই সিরিজ যে জমে যাবে, এই কথা তো বলাই বাহুল্য!

তবে অস্ট্রেলিয়ার আবহাওয়া নিয়ে এখনও হাজার প্রশ্ন রয়েছে মানুষের মনে। আর সেই প্রশ্নের উত্তর দিতেই এই নিবন্ধের অবতারণা। তাই দ্রুত সেখানকার পরিস্থিতি সম্পর্কে জেনে নিন।

কেমন থাকবে আবহাওয়া?

প্রথমেই খারাপ খবরটা দিয়ে রাখি। অ্যাকু ওয়েদার জানাচ্ছে, এ দিন ক্যানবেরায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে। আর বৃষ্টির আশঙ্কা রয়েছে দিনের শুরুতেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভবনাও কমবে। এক্ষেত্রে সন্ধে ৬টা, ৭টা নাগাদ বৃষ্টির আশঙ্কা থাকবে মোটামুটি ১৬ থেকে ২০ শতাংশের মতো। আর যত রাত বাড়বে, সেটা কমে ৭ শতাংশ নেমে যাবে। অর্থাৎ ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির আশঙ্কাও কমবে বলেই খবর।

বিশেষজ্ঞরা মনে করছেন, হয়তো সামান্য বৃষ্টির জন্য ম্যাচে মাঝে মধ্যে বাধা আসতে পারে। খেলা বন্ধ থাকতে পারে কিছু সময়ের জন্য। তবে একবারে খেলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা খুব কম। এমনকী খুব বেশি বৃষ্টি হলে ওভারের সংখ্যা কমতে পারে। তার বেশি কিছু হবে না বলেই মনে করছেন তাঁরা।

এ দিন ক্যানবেরার তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। আর আকাশে থাকবে মেঘ। এখানে বলে রাখি, স্থানীয় সময় রাত ৭টা ১৫ মিনিটে খেলা শুরু হবে। আর টস হওয়ার কথা সন্ধে ৬টা বেজে ৪৫ মিনিটে। তাই এখন দেখার বৃষ্টি ম্যাচের উপর কতটা প্রভাব ফেলে।

Advertisement

সিরিজ হেরে শুরু করছে ভারত

ইতিমধ্যেই ভারত ও অস্ট্রেলিয়ার একদিনের ম্যাচের সিরিজ হয়ে গিয়েছে। সেই সিরিজে দারুণ খেলেছে অস্ট্রেলিয়া। প্রথম দুটি ম্যাচে জিতে সিরিজ পুরে নেয় পকেটে।

অবশ্য শেষ ম্যাচে দারুণ খেলে ভারত। রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটের উপর ভরে করে জিতে নেয় ম্যাচ। যার ফলে ফ্যানেরা সব ভুলে আনন্দে ভেসে যায়।

তাই আশা করা হচ্ছে ওডিআই-সিরিজের ধাক্কা কাটিয়ে দারুণ শুরু করবে ভারত। সূর্যকুমার অ্যান্ড বয়েজ ঝামেলায় ফেলবে অজিদের। কাপ উঠবে ভারতের হাতে। এখন দেখা যাক, সেই আশা কতটা পূরণ হয়।

Read more!
Advertisement
Advertisement