
অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ একদিনের ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলির জুটির উপর ভর করে জিতেছে ভারত। তাঁরা দুইজনে মিলে ১৬৮ রানের পার্টনারশিপ করে ম্যাচ জিতিয়েছেন। যার ফলে খুব সহজেই ম্যাচ জিতেছে ভারত। পাশাপাশি দীর্ঘদিন পর রো-কো জুটির এমন পারফর্মেন্স দেখে আবেগে ভেসেছে ফ্যানেরা। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে পোস্টে।
আর এমন পরিস্থিতিতে রোহিত ও কোহলির ব্যাটিং নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তিনি এই জুটির প্রশংসা করে 'ব্রিলিয়ান্ট' বলেছেন। পাশাপাশি রোহিত ও শুভমন গিলের ৬৯ রানের জুটিকেও তিনি 'ভীষণ দরকারি' বলে মনে করেছেন।
ম্যাচের পর কী বলেছেন গম্ভীর?
ম্যাচ শেষে গুরু গম্ভীর বলেন, 'ব্যাটিংয়ের কথা বলতে হলে শুভমন ও রোহিতের ৬০ রানের পার্টনারশিপ খুবই প্রয়োজনীয় ছিল। এবং তারপর রোহিত এবং বিরাটের মধ্যে পার্টনারশিপ হয়। রোহিতের সেঞ্চুরি ছিল অসাধারণ। এটা খুবই আনন্দের যে ও ম্যাচটা শেষ করে এসেছে। আর বিরাটও দারুণ ফিনিশ করেছে।'
আর এই ভিডিও শেয়ার করা হয়েছে বিসিসিআই-এর পক্ষ থেকে। সেখানে গম্ভীর যে বিরাট ও রোহিতের জুটি নিয়ে খুশি, সেটা স্পষ্টতই ফুটে উঠেছে। তিনি আরও বলেন, 'দলের দৃষ্টিকোণ থেকে এটা গুরুত্বপূর্ণ যে ওরা দুইজনই ম্যাচ শেষ করে এসেছে। এর দ্বারা প্রমাণিত হয়ে যায় যে রান তাড়া করার ক্ষেত্রে আমরা কতটা নিখুঁত।
অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ODI
ইঙ্গিত ছিল আগেই। আর সেই কথাটাই নিজের মুখে ম্যাচ শেষে বলে দিলেন রোহিত শর্মা। তিনি জানান, এটাই হয়তো অস্ট্রেলিয়ার মাটিতে খেলা তাঁর শেষ ইনিংস। এমনকী এটা বিরাটের শেষ ইনিংস হতে পারে বলেও ইঙ্গিত করেন তিনি।
আসলে রোহিত এবং বিরাট দুইজনই কেরিয়ারের একদম শেষে চলে এসেছেন। এখন তাঁদের পাখির চোখ শুধুই ২০২৭ বিশ্বকাপ। আর তার আগে অস্ট্রেলিয়ায় কোনও ওডিআই নেই বলেই খবর। সুতরাং, এটা সহজেই অনুমেয় যে এটাই তাদের অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ইনিংস ছিল।
ফ্যানেদের স্বস্তি
রোহিত ও বিরাটের ব্যাটিং দেখে মুগ্ধ ফ্যানেরা। তাঁরা আশা করছেন, এভাবে চলতে থাকলে দুইজনকেই দেখা যাবে ২০২৭ সালের স্কোয়াডে। আর এই বিষয়ে একই মত বিশেষজ্ঞদেরও। তাঁরও ঠিক একই কথা বলছে। যদিও বিশ্বকাপ হতে এখনও ২ বছর বাকি। তাই এত তাড়াতাড়ি কোনও মন্তব্য করা ঠিক হবে না বলেও মনে করছে একাংশের বিশেষজ্ঞ।