Advertisement

Bangladesh Cricket: ক্রিকেট থেকেই 'বিদায়' বাংলাদেশের? T20 বিশ্বকাপ বয়কটে ভবিষ্যতে যা যা হতে পারে...

বাংলাদেশ T20 বিশ্বকাপ খেলবে নাকি খেলবে না, এই প্রশ্নের বাইরেও দুটি আরও বড় প্রশ্ন হল, কীভাবে খেলবে? আর যদি না খেলে, তাহলে কী হবে ভবিষ্যতে? ক্রিকেটে নিজেদের রাজনৈতিক ও কট্টরপন্থী অ্যাজেন্ডাকে চরিতার্থ করতে, বাংলাদেশের ক্রিকেটারদের গাঢ় অন্ধকারের দিকে ঠেলে দিল। 

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত্‍বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত্‍
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 23 Jan 2026,
  • अपडेटेड 2:50 PM IST
  • তাহলে কী হবে ভবিষ্যতে?
  • স্পনসররা বিদায় নেবে, র‍্যাঙ্কিং পড়ে যাবে
  • এটা শুধু বয়কট নয়, এটা ক্রিকেট আত্মহত্যা

বাংলাদেশ ক্রিকেট বর্তমানে এমন একটি জায়গায় দাঁড়িয়ে, এখান থেকে ফেরা সহজ নয়। ভারত-বিদ্বেষে অন্ধ কট্টরপন্থীদের তোয়াজ করতে গিয়ে দেশের ক্রিকেটকে গাঢ়় অন্ধকারের দিকে ঠেলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। T20 বিশ্বকাপ শুধুই একটি টুর্নামেন্ট নয়, ICC-র এমন একটি মঞ্চ, যেখানে ক্রিকেট বিশ্বে একটি দেশের, একটি দলের ভবিষ্যত্‍ তৈরি হয়। আর সেই বিশ্বকাপ থেকেই আজ ছাঁটাই বাংলাদেশ।  

তাহলে কী হবে ভবিষ্যতে?

বাংলাদেশ T20 বিশ্বকাপ খেলবে নাকি খেলবে না, এই প্রশ্নের বাইরেও দুটি আরও বড় প্রশ্ন হল, কীভাবে খেলবে? আর যদি না খেলে, তাহলে কী হবে ভবিষ্যতে? ক্রিকেটে নিজেদের রাজনৈতিক ও কট্টরপন্থী অ্যাজেন্ডাকে চরিতার্থ করতে, বাংলাদেশের ক্রিকেটারদের গাঢ় অন্ধকারের দিকে ঠেলে দিল। 

ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বে মশগুল হয়ে BCB-কে বলে দিল, ভারতে গিয়ে খেলা যাবে না। বিসিবি-রও হাত-পা বাঁধা। প্লেয়ারদের কী হবে? প্লেয়াররা আসলে তামাশা দেখছেন। সত্যিই তো! তাঁদের কী করার আছে! মেহদি হাসানের কথায়, 'সরকার ও বিসিবি আমাদের অভিভাবক।' যার নির্যাস, রাজনীতির জন্য প্লেয়ারদের স্বপ্নের কুরবানি হল। 

স্পনসররা বিদায় নেবে, র‍্যাঙ্কিং পড়ে যাবে

বাংলাদেশ এখনও পর্যন্ত কোনও ICC টুর্নামেন্ট ট্রফি জেতেনি। ২০০০ সালে টেস্ট ক্রিকেটে ঠাঁই পেয়েছিল জগমোহন ডালমিয়ার (তত্‍কালীন আইসিসি সভাপতি) দয়ায়। T20 বিশ্বকাপ বয়কট মানে বাংলাদেশের ক্রিকেট অর্থনীতিতে বিরাট ক্ষত। স্পনসররা বিদায় নেবে, র‍্যাঙ্কিং পড়ে যাবে, ভবিষ্যতের টুর্নামেন্টগুলিও অনিশ্চিত। সবচেয়ে অন্যতম আঘাতটি হল, ২০৩১ সালে ভারত ও বাংলাদেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করার কথা। সেই স্বপ্নও চুরমার হয়ে গেল। বেসিক্যালি, বাংলাদেশকে ক্রিকেটকে কবর দেওয়ার সব রকম বন্দোবস্ত করে ফেলল ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার।

T20 World Cup বিতর্কের তদন্ত ২০৩১ সালের ODI World Cup পর্যন্ত গড়াতে পারে। এই আশঙ্কা আইসিসি-র কর্তাদেরই। তাঁদের বক্তব্য, বিশ্বকাপের মতো মঞ্চের কোনও ব্যাক আপ হয় না। বাংলাদেশের সিনিয়র ক্রিকেট সাংবাদিক শান্ত মাহমুদের সতর্কবার্তা, বয়কটের সিদ্ধান্ত ক্রিকেটারদের মানসিক অবস্থা এবং কেরিয়ারের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। তাঁর মতে, এত বড় মাপের একটি  প্রতিযোগিতায় অংশ না নিতে পারলে খেলোয়াড়দের আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগতে পারে এবং কেরিয়ারের অগ্রগতিও থমকে যেতে পারে। 

Advertisement

এটা শুধু বয়কট নয়, এটা ক্রিকেট আত্মহত্যা

বিশ্ব ক্রিকেটে স্থান পাওয়া কঠিন, কিন্তু হারানো খুব সহজ। বাংলাদেশ বর্তমানে সেই প্রান্তে দাঁড়িয়ে। যদি বাংলাদেশের কাছ থেকে বিশ্বকাপের আয়োজনও হাতছাড়া হয় , তাহলে তা খেলার কাছে নয়, রাজনীতির কাছে হারা হবে। 

Read more!
Advertisement
Advertisement