Advertisement

Rohit Sharma Virat Kohli: বাংলাদেশ সফর তো স্থগিত, ফের কবে খেলতে দেখা যাবে বিরাট-রোহিতকে?

টি২০ বিশ্বকাপ জেতার পর সবচেয়ে ছোট ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। এরপর ইংল্যান্ড সিরিজের আগেই টেস্ট থেকেও নিজেদের অবসরের কথা জানিয়ে দেন দুই জনেই। তবে এই দুই কিংবদন্তি তারকাই জানিয়ে দেন, তাঁরা ৫০ ওভারের ক্রিকেট অর্থাৎ ওডিআই খেলবেন। বাংলাদেশ সফর এক বছর পিছিয়ে যাওয়ার ফলে কবে তাদের খেলতে দেখা যাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2025,
  • अपडेटेड 6:38 PM IST

টি২০ বিশ্বকাপ জেতার পর সবচেয়ে ছোট ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। এরপর ইংল্যান্ড সিরিজের আগেই টেস্ট থেকেও নিজেদের অবসরের কথা জানিয়ে দেন দুই জনেই। তবে এই দুই কিংবদন্তি তারকাই জানিয়ে দেন, তাঁরা ৫০ ওভারের ক্রিকেট অর্থাৎ ওডিআই খেলবেন। বাংলাদেশ সফর এক বছর পিছিয়ে যাওয়ার ফলে কবে তাদের খেলতে দেখা যাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

পিছিয়ে গেল বাংলাদেশ সিরিজ
চলতি বছরের অগাস্ট মাসে বাংলাদেশে খেলতে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। ৫০ ওভারের সেই সিরিজ আপাতত স্থগিত করার কথা ঘোষনা করেছে বিসিসিআই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি। বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'উভয় ক্রিকেট বোর্ডই পারস্পরিক আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে। এতে উভয় দলের আন্তর্জাতিক ব্যস্ততা এবং সময়সূচী সংক্রান্ত সমস্যাগুলি বিবেচনায় নেওয়া হয়েছে। 

বিসিবি স্পষ্ট করে জানিয়েছে যে তারা ২০২৬ সালে ভারতকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই বহু প্রতীক্ষিত সিরিজটি দারুণ উত্তেজক হবে। তবে কবে কবে এই ম্যাচগুলি হবে তা আনুষ্ঠানিকভাবে পরে ঘোষণা করা হবে।

কবে খেলতে দেখা যাবে বিরাট-রোহিতকে?
বাংলাদেশ সফর স্থগিত হওয়ার সঙ্গে সঙ্গে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষা আরও বেড়ে গেল। মনে করা হয়েছিল, টিম ইন্ডিয়ার বাংলাদেশে ৩টি ওয়ানডে খেলার কথা ছিল, যেখানে এই দুই কিংবদন্তিকে খেলতে দেখা যেতে পারে। কোহলি-রোহিত টেস্ট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ফলে, তাদের ভারতের হয়ে কেবল ওয়ানডে ক্রিকেটে খেলতে দেখা যাবে। বিরাট কোহলি এবং রোহিত শর্মার খেলা দেখতে, ভারতীয় দলকে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য অপেক্ষা করতে হবে। ১৭ অক্টোবোর থেকে শুরু হবে ভারতের এই সিরিজ। টিম ইন্ডিয়া এই সিরিজে ৩টি ওয়ানডে খেলবে। তারপর হবে ৫ ম্যাচের টি২০ সিরিজ। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement