Advertisement

IPL Auction 2024 Shubham Dubey: বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা, বিক্রি হলেন ৫.৮০ কোটিতে, কে এই শুভম দুবে?

এত রেকর্ড, টাকার ছড়াছড়ির মধ্যেই আরও একটি চমক দেখা গেল আইপিএল নিলামে। চমকের নাম হল শুভম দুবে (Shubham Dubey) । ঘরোয়া ক্রিকেটের তারকা এই শুভমনের বেস প্রাইস ছিল মাত্র ২০ লক্ষ টাকা। শুভম বিক্রি হলেন ৫.৮০ কোটি টাকায়। 

শুভম দুবে
Aajtak Bangla
  • দুবাই,
  • 20 Dec 2023,
  • अपडेटेड 9:57 AM IST
  • চমকের নাম শুভম দুবে
  • শুভমন দুবেকে (Shubham Dubey) নিয়ে টানাটানি রাজস্থান ও দিল্লির
  • কে এই শুভম দুবে (Shubham Dubey)?

IPL Auction 2024: এবার IPL 2024-এর নিলামে একাধিক চমক। রেকর্ডের ছড়াছড়ি। মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইটরাইডার্স (KKR)। আইপিএল ইতিহাসে সর্বকালীন রেকর্ড অঙ্ক। অন্যদিকে ২০.৫০ কোটি টাকায় প্যাট কামিন্সকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।

চমকের নাম শুভম দুবে

এত রেকর্ড, টাকার ছড়াছড়ির মধ্যেই আরও একটি চমক দেখা গেল আইপিএল নিলামে। চমকের নাম হল শুভম দুবে (Shubham Dubey) । ঘরোয়া ক্রিকেটের তারকা এই শুভমনের বেস প্রাইস ছিল মাত্র ২০ লক্ষ টাকা। শুভম বিক্রি হলেন ৫.৮০ কোটি টাকায়। 

শুভমন দুবেকে (Shubham Dubey) নিয়ে টানাটানি রাজস্থান ও দিল্লির

মাত্র ২০ লক্ষ টাকা বেস প্রাইসের শুভমন দুবেকে নিয়ে এই ভাবে দর কষাকষি চলতে পারে, অতি বড় ক্রিকেট বোদ্ধাও বোধ হয় ভাবতে পারেননি। রাজস্থান রয়্যালস শুভমনকে নিতে মরিয়া ছিল। ওদিকে দিল্লি ক্যাপিটালসও নিশানা করেছিল শুভমনকে। দর কষাকষি চলতে চলতে ২০ লক্ষ টাকা থেকে শুরু হয়ে শেষমেশ ৫.৮০ কোটি টাকায় থামে। বাজি মাত করে রাজস্থান রয়্যালস। 

কে এই শুভম দুবে (Shubham Dubey)?

উত্তরপ্রদেশে ছেলে শুভম দুবে ঘরোয়া ক্রিকেটে তারকা। বিদর্ভের হয়ে খেলেন তিনি। ২৯ বছরের শুভম দুবেকে দুর্দান্ত ফিনিশার বলা হয়। নীচের দিকেই ব্যাট করেন। এছাড়াও ভাল বোলার। মুস্তাক আলি ট্রফিতে শুভমের পারফর্ম্যান্স নজর কাড়ে IPL-এর সব দলের। বাংলার বিরুদ্ধে একটি ম্যাচে ২১৩ রানের টার্গেট ছিল। শুভমন ২০ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৩টি চার ও ৬টি ছয় মারেন।  ২০২১ সাল থেকে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন তিনি। শুভম দুবে একজন বাঁহাতি ব্যাটসম্যান। রাজস্থান রয়্যালস দেবদূত পাডিক্কলকে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে ট্রেড করেছে। এমন পরিস্থিতিতে এবার শুভম দুবে এক বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে দলের সঙ্গে যুক্ত হলেন। পুরো নাম শুভম বদ্রীপ্রসাদ দুবে। 

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement