Advertisement

Team India Test Captain: টেস্ট ক্যাপ্টেন্সি করবেন না বুমরা, BCCI-এর হাতে রইল ২ দুই বিকল্প

পরের মাসেই ইংল্যান্ড (India vs England) সফরে যাবে ভারতীয় দল (Team India)। রোহিত শর্মা (Rohit Sharma) তার আগে টেস্ট থেকে অবসর নেওয়ায়, এই সিরিজে ক্যাপ্টেন্সি কে করবেন তা নিয়ে নানা জল্পনা চলছে। স্বাভাবিকভাবেই  ভাইস ক্যাপ্টেন হিসেবে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) নাম উঠে এসেছিল। তবে তিনি টেস্টে ক্যাপ্টেন্সি করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

জসপ্রীত বুমরাহজসপ্রীত বুমরাহ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 May 2025,
  • अपडेटेड 11:48 AM IST

পরের মাসেই ইংল্যান্ড (India vs England) সফরে যাবে ভারতীয় দল (Team India)। রোহিত শর্মা (Rohit Sharma) তার আগে টেস্ট থেকে অবসর নেওয়ায়, এই সিরিজে ক্যাপ্টেন্সি কে করবেন তা নিয়ে নানা জল্পনা চলছে। স্বাভাবিকভাবেই  ভাইস ক্যাপ্টেন হিসেবে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) নাম উঠে এসেছিল। তবে তিনি টেস্টে ক্যাপ্টেন্সি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। 

কেন ক্যাপ্টেন্সি করতে চান না বুমরা?
অস্ট্রেলিয়া সিরিজে পাঁচটা টেস্ট খেলে ফেরার পরেই চোট পেয়েছিলেন ভারতের তারকা পেসার। আর সেই সময় জানা গিয়েছিল, অতিরিক্ত চাপের কারণেই বুমরার এই অবস্থা হয়েছে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। আর সেই ভুল করতে নারাজ বুমরা। স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুসারে, তিনি ইংল্যান্ড সফরে পাঁচটা টেস্ট খেলতে পারবেন না। ফলে ভারতীয় নির্বাচকরা সেই খেলোয়াড়কে অগ্রাধিকার দেবেন যিনি সিরিজের পাঁচটি ম্যাচই খেলতে পারবেন। শুভমান গিল অথবা ঋষভ পান্তকে টেস্ট দলের অধিনায়ক করা যেতে পারে। এ ছাড়াও, এই দুজনের মধ্যে একজনকে ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক নিযুক্ত করা যেতে পারে। ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ২৪শে মে-র মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। 

বিরাট কোহলিও অবসর নিতে পারেন
অন্যদিকে, তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছেন যে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। তবে, বিসিসিআই চায় না যে তিনি এই গুরুত্বপূর্ণ সফরের অংশ হোন কারণ ভারতীয় দলের ইংল্যান্ডে তার অভিজ্ঞতার প্রয়োজন হবে। স্কাই স্পোর্টসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে, বিসিসিআই কোনও মন্তব্য করেনি তবে বলেছে যে কোহলি তার অবসর পরিকল্পনা সম্পর্কে তাদের জানিয়ে দিয়েছেন।

ডব্লিউটিসিপের তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচের মাত্র কয়েকদিন পরেই ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। ভারতীয় দল শেষবার ২০২১ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল টেস্ট সিরিজের জন্য, যা ২-২ ড্র হয়েছিল। তবে, কোডিড-১৯ মহামারীর কারণে, সেই সফরের শেষ টেস্ট ম্যাচটি ২০২২ সালে হয়েছিল, যেখানে ইংল্যান্ড সাত উইকেটে জিতেছিল।

Advertisement

Read more!
Advertisement
Advertisement