Advertisement

Mustafizur Rahman: মুস্তাফিজুরের বিকল্প হিসেবে কাকে দলে নিতে পারে KKR? যে ৩ নাম উঠে আসছে

মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হচ্ছে। কলকাতা নাইট রাইডার্স তাঁর জায়গায় কাকে নিতে পারে? সেটাই এখন বড় প্রশ্ন কেকেআর সমর্থকদের মনে। উঠে আসছে তিন নাম। যারা এবারে কেকেআর-কে ভরসা দিতে পারেন। সেই তালিকায় একজন আফগান পেসার যেমন আছেন, তেমনই আছেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটার। দেখে নেওয়া যাক সেই তালিকা

আইপিএলের মিনি-নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনেছে কেকেআর।(ছবি: ২০২৫ আইসিসি)আইপিএলের মিনি-নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনেছে কেকেআর।(ছবি: ২০২৫ আইসিসি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jan 2026,
  • अपडेटेड 12:56 PM IST

মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হচ্ছে। কলকাতা নাইট রাইডার্স তাঁর জায়গায় কাকে নিতে পারে? সেটাই এখন বড় প্রশ্ন কেকেআর সমর্থকদের মনে। উঠে আসছে তিন নাম। যারা এবারে কেকেআর-কে ভরসা দিতে পারেন। সেই তালিকায় একজন আফগান পেসার যেমন আছেন, তেমনই আছেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটার। দেখে নেওয়া যাক সেই তালিকা-

ফাজলাখ ফারুকি
আফগানিস্তানের এই পেস বোলারের প্রোফাইল বা রেকর্ড অনেকটাই মুস্তাফিজুরের মতোই। এই বাঁহাতি পেসার অতীতে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সাফল্য পেয়েছেন এবং কেকেআর তাকে দলে নিতে পারে, কারণ তার অভিজ্ঞতা আইপিএল ২০২৬ মরসুমে তাদের জন্য একটি মূল্যবান ভূমিকা পালন করতে পারে। ২৫ বছর বয়সী এই খেলোয়াড় ১২টি আইপিএল ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন, কিন্তু টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের হয়ে তার রেকর্ড দুর্দান্ত; ৫১ ম্যাচে মাত্র ৬.৯৪ ইকোনমি রেটে তিনি ৬৩টি উইকেট শিকার করেছেন। 

উইলিয়াম ও'রোর্ক
নিউজিল্যান্ডের উইলিয়াম ও'রোর্ক একজন প্রতিভাবান বোলার এবং তিনি নাইট রাইডার্সের জন্য একটি ভালো সংযোজন হতে পারেন। তিনি ভারতে নিউজিল্যান্ড দলের হয়ে টেস্ট ফরম্যাটে সাফল্য পেয়েছেন, এবং এই পেস বোলারের মধ্যে খেলার সংক্ষিপ্ত ফরম্যাটেও সফল হওয়ার মতো গুণ রয়েছে।

আলজারি জোসেফ
এর আগে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলের হয়ে আইপিএলে খেলেছেন, তিনি দলে গতিময় বোলিংয়ের শক্তি যোগাবেন। দীর্ঘদেহী এই ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড় সাম্প্রতিক সময়ে নিজের সেরা ফর্মে না থাকলেও, কেকেআর তাকে মাথিশা পাথিরানার বিকল্প হিসেবে রাখতে পারে। ২৯ বছর বয়সী এই বোলার তার ২২টি আইপিএল ম্যাচে ২১টি উইকেট নিয়েছেন, যার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় ৬/১২ ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স।

কেন খেলতে পারছেন না মুস্তাফিজুর
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএনআই-কে বলেন, 'সর্বত্র ঘটে চলা সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি কেকেআর-কে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে এবং বিসিসিআই আরও বলেছে যে, যদি তারা কোনো বদলি খেলোয়াড় চায়, তবে বিসিসিআই সেই অনুমতি দেবে।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement