Advertisement

IND vs SA: বিশাখাপত্তনমে ভারত-দঃ আফ্রিকা ম্যাচে 'টস যার, ম্যাচ তার', কেন? জেনে নিন সিক্রেট

গত ম্যাচেও কিন্তু টস ফ্যাক্টর হয়েছিল। দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার কারণে ভারতের বল করতে হয়েছিল সমস্যা। যার ফলে ৩৫৯ রান চেজ করে দেয় দক্ষিণ আফ্রিকার দল। আর আজকের তৃতীয় ওডিআই ম্যাচেও টসেই লুকিয়ে রয়েছে জিতের রসদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টস জিতলেই ম্যাচও জেতা যাবে বলে অধিকাংশ বিশেষজ্ঞের মত।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকাভারত বনাম দক্ষিণ আফ্রিকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Dec 2025,
  • अपडेटेड 12:43 PM IST
  • গত ম্যাচেও কিন্তু টস ফ্যাক্টর হয়েছিল
  • দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার কারণে ভারতের বল করতে হয়েছিল সমস্যা
  • যার ফলে ৩৫৯ রান চেজ করে দেয় দক্ষিণ আফ্রিকার দল

ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ওডিআই সিরিজের আজ ফয়সলার ম্যাচ। এ দিন যে জিতবে, তার হাতেই উঠবে ট্রফি। তাই এই ম্যাচের দিকে সকলেরই নজর রয়েছে।

মাথায় রাখতে হবে, গত ম্যাচেও কিন্তু টস ফ্যাক্টর হয়েছিল। দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার কারণে ভারতের বল করতে হয়েছিল সমস্যা। যার ফলে ৩৫৯ রান চেজ করে দেয় দক্ষিণ আফ্রিকার দল। আর আজকের তৃতীয় ওডিআই ম্যাচেও টসেই লুকিয়ে রয়েছে জিতের রসদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টস জিতলেই ম্যাচও জেতা যাবে বলে অধিকাংশ বিশেষজ্ঞের মত।

আসলে ভারতীয় দল একের পর এক টসে হেরেই চলেছে। গত ২০টি ম্যাচে কোনও ভারতীয় অধিনায়কই টস জিততে পারেননি। শেষ টস জিতেছিলেন রোহিত শর্মা। সেটা ছিল ২০২৩ সালের বিশ্বকাপ। সেই ম্যাচটি ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তবে তারপর কেটে গিয়েছে ২ বছর। রোহিত, গিল থেকে কে এল রাহুল, কোনও অধিনায়কই টস জিততে পারেননি।

আর টস না জেতার ফল হয়েছে বিভৎস। যার ফলে নিজের চাহিদা মতো ব্যাটিং বা ফিল্ডিং নেওয়া যাচ্ছে না। সেটাই অনেক ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর বিশাখাপত্তনমের ডাঃ ডি ওয়াই.এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামেও টস হতে পারে গুরুত্বপূর্ণ। জানলে অবাক হবেন, যদি টসে কেএল রাহুল ফিল্ডিং নিতে পারেন, তাহলে ভারতের জয় কেউ রুখতে পারবে না। তাই আর সময় নষ্ট না করে হিসেবটা জেনে নেওয়া যাক।

কেন এমনটা বলা হচ্ছে?

এর পিছনে রয়েছে একটি বিশেষ কারণ। আসলে বিশাখাপত্তনমে মহিলা বিশ্বকাপের ৫টি ম্যাচ হয়েছে। সেই ৫টি ম্যাচে যারা চেজ করেছে, তারাই জিতেছে। এখানে অস্ট্রেলিয়া ৩৩১ রান চেজ করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। তাই এখানে টসে জেতা খুবই গুরুত্বপূর্ণ। তাহলেই ম্যাচ আসবে হাতে।

আরও একটা বিষয় রয়েছে। এই ম্যাচটি যদি বাভুমা জিতে নিতে পারেন, তাহলে তাঁর জন্য হতে পারে দারুণ খবর। তারা ভারতের মাটিতে টেস্ট এবং ওয়ানডে সিরিজ একসঙ্গে জিতবে। আর এটা খুবই বিরল ঘটনা বলে মনে করা হচ্ছে।

Advertisement

কী হতে পারে ভারতীয় একাদশ?

যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কে এল রাহুল (অধিনায়ক এবং উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

দক্ষিণ আফ্রিকার টিম কী হতে পারে?

কুইন্টন ডি কক (উইকেট কিপার), টেম্বা বেভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিতজকে, রায়ান রিকেলটন, ডিওয়াল্ড ব্রিউইশ, ম্যাক্রো জানসেন, করবিন বশ, কেশব মহারাজ, লুন্গি এনগিডি, ওট্টনেই বার্টম্যান।

Read more!
Advertisement
Advertisement