
নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসেনি বাংলাদেশ। বয়কট করেছে বিশ্বকাপ। তবে এর মধ্যেই বাংলাদেশ শুটিং দলকে ভারতে আসার ছাড়পত্র দিয়ে দিল সে দেশের সরকার। ২ থেকে ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। আর সেখানেই খেলার জন্য শেষ মুহূর্তে হলেও গ্রিন সিগন্যাল দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
ক্রিকেট দলের ভারতে না আসার সিদ্ধান্তে অনড় ছিল সরকার ও বোর্ড। সে কারণে টি২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয় বাংলাদেশ। সেই জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে আসা হচ্ছে খেলার জন্য। এর ফলে শুটিং দলকে দেওয়া সবুজ সংকেত নিয়েও প্রশ্ন ওঠে। বাংলাদেশের অন্যতম সেরা রাইফেল শ্যুটার রবিউল ইসলাম ৬ ফেব্রুয়ারি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর সে কারণে ৩১ জানুয়ারি ভারতের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা যাচ্ছে। দলের অন্য সদস্য বলতে শুধু কোচ শারমিন আখতার থাকবেন বলে জানা গিয়েছে।
বাংলাদেশ এই বিষয়ে কী ব্যাখ্যা দিয়েছে?
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে বলেন যে সরকার শুটিং এবং ক্রিকেট দলের বিষয়গুলি আলাদাভাবে দেখা হচ্ছে। তিনি বলেন, 'শুধুমাত্র একজন ক্রীড়াবিদ এবং একজন কোচ ভারতে যাচ্ছেন। তা ছাড়াও প্রতিযোগিতার জায়গাটা সম্পূর্ণ নিরাপদ এবং দর্শক সংখ্যা কঠোরভাবে সীমিত। আয়োজক দেশ আমাদের নিরাপত্তার সম্পূর্ণ আশ্বাস দিয়েছে।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশ শুটিং স্পোর্টং ফেডারেশনের সাধারণ সম্পাদক ফিরদৌস আরা খানের সঙ্গে কথা বলে সরকারি আদেশ জারির অনুমতি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।'
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ায় শূরু হয় বিবাদ। বিসিসিআই তাদের দেওয়া বিবৃতিতে জানিয়ে দেয়, বাংলাদেশে ঘটা সাম্প্রতিক ঘটনাবলীর কারণে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল শাহরুখ খানের দলকে। আর সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুস্তাফিজুর নিজে এ নিয়ে খুব বেশি প্রতিবাদের পথে না হাঁটলেও, বোর্ড ব্যাপারটা ভাল ভাবে নেয়নি। আইসিসি-র কাছে তারা জানিয়ে দেয়, ভারতে নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা। পাশাপাশি বাংলাদেশে আইপিএল-এর সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্তও নেওয়া হয়।
ভারত থেকে সরিয়ে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার আর্জি খারিজ হওয়ার পরেই টি২০ বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বোর্ড।