Advertisement

India vs New Zealand: নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের জন্য কে দোষী? বড় দাবি অধিনায়ক গিলের

ফের ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হার। এবার ১-২-তে একদিনের সিরিজ হেরেছে ভারত। এই সিরিজের নির্ণায়ক ম্যাচটি রবিবার (১৮ জানুয়ারি) ইন্দোরে অনুষ্ঠিত হয়। সেখানে নিউজিল্যান্ডের কাছে ৪১ রানে হেরেছে ভারত। আর ম্যাচের পরই দলের হার নিয়ে মুখ খুলেছেন অধিনায়ক শুভমন গিল।

ভারত বনাম নিউজিল্যান্ডভারত বনাম নিউজিল্যান্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jan 2026,
  • अपडेटेड 7:51 AM IST
  • ফের ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হার
  • এবার ১-২-তে একদিনের সিরিজ হেরেছে ভারত
  • আর ম্যাচের পরই দলের হার নিয়ে মুখ খুলেছেন অধিনায়ক শুভমন গিল

ফের ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হার। এবার ১-২-তে একদিনের সিরিজ হেরেছে ভারত। এই সিরিজের নির্ণায়ক ম্যাচটি রবিবার (১৮ জানুয়ারি) ইন্দোরে অনুষ্ঠিত হয়। সেখানে নিউজিল্যান্ডের কাছে ৪১ রানে হেরেছে ভারত। আর ম্যাচের পরই দলের হার নিয়ে মুখ খুলেছেন অধিনায়ক শুভমন গিল।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৩৭ রান করে কিউইরা। আর সেই রান তাড়া করতে নেমে ২৯৬ রানে গুটিয়ে যায় ভারতীয় দলের ইনিংস। যার ফলে সিরিজ ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড। 

আর এই হারের পরই নিজের দুঃখের জায়গাটা স্পষ্ট করেছেন অধিনায়ক শুভমন। তিনি জানিয়ে দিয়েছেন ঠিক কেন সিরিজ হেরেছে ভারত। পাশাপাশি কার দোষে এমন ভয়াবহ দশা হল, তা নিয়েও মুখ খুলেছেন গিল।

তাঁর মতে, সিরিজ ১-১ ছিল। সেখানে নির্ণায়ক ম্যাচে যেমন খেলাটা খেলার প্রয়োজন ছিল, তেমনটা হয়নি। আর সেই কারণেই হার।

হারের কারণ কী? 
গিলের মতে, প্লেয়ারদের কাছে এই ম্যাচটায় জ্বলে ওঠার সুযোগ ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে কিছু ভুল হয়েছে। যার ফলে প্ল্যান ভেস্তে গিয়েছে। 

যদিও কোনও একটি ক্রিকেটারের উপর হারের জন্য দোষ চাপাননি শুভমন। বরং তিনি হারের জন্য একাধিক কারণ তুলে ধরেছেন। তিনি জানান, ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডারের খারাপ খেলা, ভুল শট বেছে নেওয়া এবং লাগাতার ফিল্ডিংয়ের ভুলের জন্যই এমনটা হয়েছে। আর তিনি এই সব বিষয় নিয়ে যথেষ্ঠ রেগে ছিলেন।

গিলের কথায়, 'প্রথম ম্যাচের পর যখন আমরা ১-১-এ ছিলাম, তারপর যেভাবে খেলেছি, সেটা সত্যিই দুঃখজনক। এমন কিছু জায়গা রয়েছে, যেখানে আমাদের পিছনে ফিরে দেখতে হবে। নিজেদেরকেই চিন্তা করতে হবে। তাহলেই ভাল ফল করা সম্ভব হবে।'

কোহলি-হর্ষিতের জুটির প্রশংসায় পঞ্চমুখ
গতকালের ম্যাচে আবার সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন অলরাউন্ডার হর্ষিত রানা। আর এই দুইজনের প্রশংসা করতে ভোলেননি গিল। তিনি বলেন, 'বিরাট ভাই যেমনভাবে ব্যাটিং করছে, সেটা ছিল দেখার মতো। ও আমাদের টিমের জন্য সবসময়ই প্লাস পয়েন্ট। ও দিকে হর্ষিতও দারুণ খেলেছে। বিশেষত, ৮ নম্বরে নেমে ব্যাটিং করা কোনও সহজ কাজ নয়। তবে যেভাবে হর্ষিত এগিয়ে এসে ব্যাটিং করছে, ওর প্রশংসা করতেই হবে। পাশাপাশি এই সিরিজে ও ভাল বোলিংও করেছে।'

Advertisement

ওয়ার্ল্ডকাপ নিয়েও খোলেন মুখ
এই দিনের সাংবাদিক বৈঠকে বিশ্বকাপ নিয়েও মুখ খোলেন গিল। তিনি বলেন, 'বিশ্বকাপের কথা মাথায় রেখে নীতীশকুমার রেড্ডিকে সুযোগ দিতে চেয়েছে টিম। আমরা চাই ও যেন সুযোগ পায়। তাহলেই বোঝা যাবে যে কোন কম্বিনেশনটা আমাদের জন্য ভাল কাজ করছে।'

যদিও ভারতের এই হারের জন্য শুভমনের দিকেও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, খুব একটা ভাল ফর্মে নেই শুভমন। পাশাপাশি ম্য়াচের জটিল সময় তাঁর কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হচ্ছে। আর সেই কারণেই এমন শোচনীয় হার। 

   

Read more!
Advertisement
Advertisement