২০২৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টিম ইন্ডিয়াকে বিশেষসভাবে অভিনন্দন জানানোর ব্যবস্থা করেছিল বিসিসিআই। সেদিন বাণিজ্য নগরীর রাস্তায় জনজোয়ার নেমেছিল। দেশবাসী মেতে উঠেছিল উৎসবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আড়ম্বরহীনভাবেই দেশে ফিরছেন ভারতীয় ক্রিকেটাররা। দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারানোর পর বিরাট-রোহিতরা আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন ঠিকই। তবে দেশে এবার তাঁদের জন্য আলাদা কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
অথচ ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ বা ২০ ওভারের বিশ্বকাপের থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্ব কোনও অংশে কম নয়। আইসিসি যে সব মেগা ইভেন্টের আয়োজন করে থাকে তার মধ্যে রয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিও। সেই কারণেই তো ভারত ট্রফি জেতার পর কপিল দেব, সুনীল গাভাসকারের মতো প্রবীণ ক্রিকেটাররাও আনন্দ উৎসবে সামিল হয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়কে ঐতিহাসিক আখ্যা দেওয়া হয়েছিল।
কিন্তু এবার দুবাই থেকে সরাসরি নিজের নিজের বাড়িতে ফিরছেন টিম ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। ইতিমধ্যেই রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, গৌতম গম্ভীর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলরা দেশে ফিরেছেন। এয়াপোর্টে বা বাড়ির কাছে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে সাধারণ মানুষ। কিন্তু তাঁরা একসঙ্গে কোথাও সেলিব্রেশন করবেন না। এর কারণ কী?
বিসিসিআই সূত্রে খবর, টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যেই দেশে ফিরেছেন। কয়েকজন দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। তাঁরাও কয়েক দিনের মধ্যেই ভারতে ফেরার বিমান ধরবেন। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। যা চলবে দু মাসেরও বেশি সময় ধরে। সেখানে দেখা যাবে, এই টুর্নামেন্টে জয়ী টিম ইন্ডিয়ার সব সদস্যকে। বিভিন্ন টিমের হয়ে খেলবেন তাঁরা। সেদিকে নজর রেখে টিম রোহিত এখন কয়েকদিন বিশ্রাম চাইছেন। কারণ, কয়েক দিনের মধ্যেই তাঁদের নিজের নিজের দলের ট্রেনিং সেশনে অংশ নিতে হবে।
প্রসঙ্গত, গত রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারায় টিম ইন্ডিয়া। এক ওভার বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতেন রবীন্দ্র জাদেজা, কেএল রাহুলরা। রান তাড়ার শুরুটা ঝড়ের গতিতে করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর গড়ে দেওয়া ভিতের উপরই জয়ের ইমারত সাজালেন শ্রেয়স আয়ার, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়ারা। ম্য়াচের সেরা হন অধিনায়ক রোহিত শর্মা।