Advertisement

Bangladesh Cricket: T20 বিশ্বকাপ থেকে OUT বাংলাদেশ? পরিস্থিতি ঘোরাল, 'অসভ্যতা' শুরু পাকিস্তানেরও

বাংলাদেশের এই আবেদনও খারিজ করে দিয়েছে আইসিসি। ওদিকে পাকিস্তান এখন বাংলাদেশের নয়া দোস্ত। তারা দাবি করেছে, বাংলাদেশ না খেললে, পাকিস্তানও খেলবে না বিশ্বকাপ। তাই সার্বিক ভাবে পাকিস্তান ও বাংলাদেশ, দুই দেশেরই বিশ্বকাপ খেলা নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

বাংলাদেশের ভারতে খেলা নিয়ে আইসিসি বাংলাদেশের ভারতে খেলা নিয়ে আইসিসি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Jan 2026,
  • अपडेटेड 9:47 AM IST
  • গ্রুপ বদলের আবেদনও খারিজ বাংলাদেশের
  • BCB ও ICC-র মধ্যে কী চলছে?
  • মুস্তাফিজুর থেকে শুরু সমস্যা

T20 বিশ্বকাপ শুরু হতে আর ২০ দিনও বাকি নেই। বাংলাদেশ আদৌ বিশ্বকাপে খেলবে কিনা, তা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা। ভারতে ম্যাচ খেলবে না, জেদ ধরে বসে আছে বাংলাদেশ। এখন যা পরিস্থিতি, তাতে বাংলাদেশ নামক দলটি আদৌ বিশ্বকাপে না-ও খেলতে হবে।  সূত্রের খবর, ICC স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতেই ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। ইডেনে না খেলতে চাইলে ভেন্য়ু বদল করা যেতে পারে। এর মধ্যেই BCB-র তরফে আবেদন করা হয়, গ্রুপ বদল করা হোক। 

গ্রুপ বদলের আবেদনও খারিজ বাংলাদেশের

অর্থাত্‍ বাংলাদেশকে অন্য গ্রুপে দেওয়া হোক। সে ক্ষেত্রে T20 World Cup -এর সূচি বদল করতে হবে। বাংলাদেশের এই আবেদনও খারিজ করে দিয়েছে আইসিসি। ওদিকে পাকিস্তান এখন বাংলাদেশের নয়া দোস্ত। তারা দাবি করেছে, বাংলাদেশ না খেললে, পাকিস্তানও খেলবে না বিশ্বকাপ। তাই সার্বিক ভাবে পাকিস্তান ও বাংলাদেশ, দুই দেশেরই বিশ্বকাপ খেলা নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

BCB ও ICC-র মধ্যে কী চলছে?

এখনও পর্যন্ত জানা গিয়েছে, জয় শাহের নেতৃত্বাধীন ICC বাংলাদেশকে স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশ না খেলতে চাইলে অন্য দল তৈরি আছে। সে ক্ষেত্রে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। অন্যদিকে সংবাদ সংস্থা AFP-র খবর অনুযায়ী, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা, আজ অর্থাত্‍ বুধবারই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে বিসিবি। যদিও বিসিবি-র তরফে এই খবরকে উড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো' জানাচ্ছে, বিসিবি-র দাবি, আইসিসি তাদের কোনও রকম ডেডলাইন বেঁধে দেয়নি। বিসিবি-র মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেনের বক্তব্য, 'এ ব্যাপারে ওনারা সুনির্দিষ্টি তারিখ বা কবে নাগাদ জানাবেন, কিছুই বলেননি। শুধু জানিয়েছেন, পরবর্তী তারিখটি কবে হবে, আমাদের জানিয়ে দেবেন।'

মুস্তাফিজুর থেকে শুরু সমস্যা

বস্তুত, যাবতীয় অশান্তির সূত্রপাত IPL এ KKR টিমে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে। প্রবল বিরোধিতার জেরে মুস্তাফিজুরকে বাদ দিয়েছে কেকেআর। সেই থেকেই বাংলাদেশ হঠাত্‍ দাবি করতে শুরু করে, টি২০ বিশ্বকাপ তারা ভারতে গিয়ে খেলবে না। প্রথমে তারা জানায়, ভারতে তাদের প্লেয়ারদের নিরাপত্তজনীত সমস্যা। নিরাপত্তার সুনিশ্চিতের বিষয়ে আইসিসি ও বিসিসিআই আশ্বাস দেওয়ার পরেই বিসিবি দাবি করে, ভারতে প্রবল বাংলাদেশ বিদ্বেষ। তারা অপমানিত বোধ করছে।  

Advertisement

বিসিবি-র দাবি, এখন আইসিসি শুধু জানাবে, বাংলাদেশের ম্যাচগুলিকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া সম্ভব কি না। তা না হলে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। আবার ওদিকে পাকিস্তানও পুরোপুরি ভাবে বাংলাদেশের পাশে। পিসিবি জানাচ্ছে, বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ না করে দিলে তারাও টুর্নামেন্ট বর্জন করতে পারে। 

Read more!
Advertisement
Advertisement