এবার এশিয়া কাপেও অনিশ্চিত জসপ্রীত বুমরা। ফলে সমস্যায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে, ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেলছেন না তারকা পেসার। তাঁকে টিম ইন্ডিয়া থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যাতে তিনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেন।
পাঁচ ম্যাচের সিরিজ শুরু হওয়ার আগেই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছিলেন, এই সিরিজে তিনটে টেস্ট খেলবেন বুমরা। আর সেটাই হয়েছে। শেষ টেস্টে ভারতকে জিততেই হবে। তবুও তাকে খেলাননি গম্ভীর। শুধু তাই নয়, ভারতের শিবির থেকেও ছুটি দেওয়া হয়েছে।
অতিরিক্ত খেলার ধকল কাটাতে বুমরাকে এশিয়া কাপের দলেও না রাখা হতে পারে। জানিয়ে রাখা যাক, ২০২৫ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হবে। সব কিছু ঠিকঠাক চললে এশিয়া কাপের ফাইনাল ২৯শে সেপ্টেম্বর খেলা হবে। অন্যদিকে, ২ অক্টোবর থেকে টিম ইন্ডিয়াকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে হবে। এমতাবস্থায় তিনি এশিয়া কাপে না-ও খেলতে পারেন।
সংবাদ সংস্থা পিটিআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, 'এটা কঠিন সিদ্ধান্ত হবে। বুমরা টেস্ট ক্রিকেট পছন্দ করে। টি-টোয়েন্টির কথা বললে, ও জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে পারে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ড্রেস রিহার্সাল হবে।'
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা বলেছেন, 'যদি বুমেরা ২০২৫ সালের এশিয়া কাপে খেলে, তাহলে ও আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলতে পারবে না। সবাই জানে যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুমরাকে প্রয়োজন। এমনও হতে পারে যে ও এশিয়া কাপে খেলবে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রাম নেবে।'
ভারতীয় দল তাঁকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ লড়াই করছে। তবে বুমরা থাকলে মহম্মদ সিরাজ, আকাশদীপদের উপর চাপটাও কিছুটা কম পড়ত। তবে তাঁর না থাকা সুযোগ এনে দিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণার সামনে। সেটা প্রথম ইনিংসে দারুণ কাজে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে কী হবে? সেটাই দেখার।