Advertisement

India vs England: ম্যাঞ্চেস্টার টেস্টে খেলবেন আঙুলে চোট পাওয়া পন্ত? বড় আপডেট দিলেন গিল

ভারতীয় ক্রিকেট দল ২৩ জুলাই (বুধবার) থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামবে। চোট পাওয়া ঋষভ পন্তকে কি সেই ম্যাচে পাওয়া যাবে? এ ব্যাপারে মুখ খুললেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তাঁর কথা শুনে কিছুটা হলেও আশ্বস্ত হতে পারে ভারতীয় দলের ফ্যানরা। 

ভারতের ঋষভ পন্ত মাঠ ছাড়ছেনভারতের ঋষভ পন্ত মাঠ ছাড়ছেন
Aajtak Bangla
  • বেকেনহ্যাম,
  • 18 Jul 2025,
  • अपडेटेड 10:28 AM IST

ভারতীয় ক্রিকেট দল ২৩ জুলাই (বুধবার) থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামবে। চোট পাওয়া ঋষভ পন্তকে কি সেই ম্যাচে পাওয়া যাবে? এ ব্যাপারে মুখ খুললেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তাঁর কথা শুনে কিছুটা হলেও আশ্বস্ত হতে পারে ভারতীয় দলের ফ্যানরা। 

কী হয়েছিল পন্তের?
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে কিপিং করার সময় আঙুলে চোট পান পন্ত। এরপর তিনি আর কিপিং করতে পারেননি। তাঁর জায়গায় কিপিং করেন ধ্রুব জুরেল। যদিও দস্তানা হাতে খুব একটা স্বচ্ছন্দে ছিলেন না তিনি। ২৫ রান বাই দিয়েছিলেন। আর ভারত হেরে বসে ২২ রানে। যদিও প্রথম ইনিংসে ব্যাট হাতে ৭৪ রান করেন পন্ত। অযথা ঝুঁকি নিতে গিয়ে আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসেও রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে উইকেট খোয়ান পন্ত।

কী বললেন দুশখাতে?
বেকেনহ্যামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রায়ান টেন দুশখাতে বলেন, 'ও ম্যানচেস্টারে ব্যাট করবে। ওর মতো ব্যাটারকে টেস্টের বাইরে রাখা যায় না। তৃতীয় টেস্টে ব্যথা নিয়েই ব্যাট করেছিল। কিন্তু এখন তার আঙুল অনেকটা ভাল আছে। তবে উইকেটকিপিং জন্য পুরোপুরি প্রস্তুত কিনা তা এখনই বলা যাচ্ছে না। আমরা এমন পরিস্থিতিতে ফিরে যেতে চাই না যেখানে ইনিংসের মাঝখানে আমাদের কিপার পরিবর্তন করতে হবে। ও আজ বিশ্রাম নিয়েছে। আমরা তার আঙুলকে যতটা সম্ভব বিশ্রাম দিচ্ছি। আশা করি ম্যানচেস্টারে প্রথম নেট সেশনের আগে ও সম্পূর্ণ ফিট হবে।'

যদিও বুধবার ভার‍ত অধিনায়ক শুভমান গিল জানিয়েছিলেন, ম্যাঞ্চেস্টার টেস্টে দলে থাকবেন পন্ত। গিল বলেন, 'ঋষভের স্ক্যান করানো হয়েছে। কোনও বড় আঘাত নেই। তাই ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে আশা করি ও খেলবে।' তবে ম্যাঞ্চেস্টারে পন্ত কিপিং করছেনই, এমনটা নিশ্চিত করে বলা যায় না। তবে পন্ত যদি কিপিং না করেন সেক্ষেত্রে কে এল রাহুলকে বিকল্প কিপার হিসাবে ব্যবহার করা যেতে পারে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement