Advertisement

Virat Kohli-Rohit Sharma : ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলবেন রোহিত-কোহলি?

টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন দুজন। তাঁরা কেবল ওয়ানডে ক্রিকেট খেলবেন।

Virat Kohli Rohit sharma Virat Kohli Rohit sharma
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 13 May 2025,
  • अपडेटेड 5:47 PM IST
  • টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি
  • আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন দুজন

টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন দুজন। তাঁরা কেবল ওয়ানডে ক্রিকেট খেলবেন। এখন প্রশ্ন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি কি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলবেন? তা নিয়ে নিজের মতামত জানালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। 

গাভাস্কারের মতে, টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রোহিত ও কোহলির ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রভাবিত হবে। লিটিল মাস্টার বলেন, 'আমার মনে হয় না ওরা ওয়ানডে বিশ্বকাপ খেলবে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় না ওরা আর বিশ্বকাপে খেলতে পারবে। তবে আগামী এক বছরে দুজনেরই দুর্দান্ত ফর্মে আসার সম্ভাবনা রয়েছে। যদি ধারাবাহিকভাবে সেঞ্চুরি করতে পারেন তাহলে ঈশ্বরও তাঁদের দল থেকে সরাতে পারবেন না।' 

২০২৭ সালে বিশ্বকাপে ওই দুই খেলোয়াড়কে নেওয়া হবে কি না সেই বিষয়ে নির্বাচক কমিটির ভূমিকা খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন গাভাস্কার। তিনি বলেন, 'ওই দুই খেলোয়াড় দেশের গর্ব। তাঁদের অনেক অবদান রয়েছে। ফলে তাঁদের ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে নেওয়া হবে কি না সেই বিষয়ে নির্বাচন কমিটিকে চিন্তাভাবনা করতে হবে। যদি নির্বাচন কমিটি মনে করে, তাঁরা খেলার যোগ্য তাহলে দলে নেবে। ওঁদের অভিজ্ঞতা যে অনেকের থেকে বেশি সেই ব্য়াপারে তো কোনও সন্দেহ নেই।' 

তবে কোহলি ও রোহিতের অবসরের সিদ্ধান্তে একেবারেই বিস্মিত নন গাভাস্কার। তিনি বলেন,'সবাই চেয়েছিল ওই দুই খেলোয়াড় তাঁদের নিজস্ব শর্তে খেলাকে বিদায় জানাক। সেটাই হয়েছে।' 

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কার হওয়া উচিত, তা নিয়ে নিজের মতামত জানান গাভাস্কার। বলেন, 'বুমরার চোট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। চোট খেলার অঙ্গ। আমার মতে বুমরাকে দলের অধিনায়ক করা উচিত।' 
 

Read more!
Advertisement
Advertisement