Advertisement

BCCI President: এবার কি BCCI-এর সভাপতি হচ্ছেন? জল্পনার মাঝেই মুখ খুললেন সচিন

কিছুদিন ধরেই নানা মহলে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল, বলা হচ্ছিল, বোর্ড সভাপতির চেয়ারে নাকি এবার বসতে চলেছেন সচিন তেন্ডুলকর। তবে বৃহস্পতিবারই সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন ক্রিকেটের ঈশ্বর। সচিন তেন্ডুলকর এ ব্যাপারে সাফ জানিয়ে দিলেন। এ ধরণের জল্পনার কোনও ভিত্তিই নেই।

এই ফ্রেমে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারএই ফ্রেমে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার
Aajtak Bangla
  • মুম্বই,
  • 11 Sep 2025,
  • अपडेटेड 7:40 PM IST

কিছুদিন ধরেই নানা মহলে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল, বলা হচ্ছিল, বোর্ড সভাপতির চেয়ারে নাকি এবার বসতে চলেছেন সচিন তেন্ডুলকর। তবে বৃহস্পতিবারই সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন ক্রিকেটের ঈশ্বর। সচিন তেন্ডুলকর এ ব্যাপারে সাফ জানিয়ে দিলেন। এ ধরণের জল্পনার কোনও ভিত্তিই নেই। 

তাঁর টিমের তরফ রহেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, 'আমাদের নজরে এসেছে যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতি পদে সচিন তেন্ডুলকরের নাম বিবেচনা করা বা মনোনীত করার বিষয়ে কিছু প্রতিবেদন এবং গুজব ছড়িয়ে পড়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, এ ধরনের কোনও কথা হয়নি।' 

বিসিসিআই ২৮ সেপ্টেম্বর তাদের বার্ষিক সাধারণ সভায় সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদের জন্য নির্বাচন করবে। বার্ষিক সাধারণ সভার আগে সভাপতি এবং সচিব সহ গুরুত্বপূর্ণ পদগুলির জন্য নাম নিয়ে আলোচনা করার জন্য একটি মিটিং হবে। এই এজেন্ডায় বিসিসিআই-এর শীর্ষ পরিষদে সাধারণ পরিষদের একজন প্রতিনিধির নির্বাচন এবং অন্তর্ভুক্তি, পাশাপাশি ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের দুইজন প্রতিনিধির অন্তর্ভুক্তি রয়েছে। 

এটি আইপিএলের গভর্নিং কাউন্সিলে সাধারণ পরিষদের দুইজন প্রতিনিধির নির্বাচন এবং অন্তর্ভুক্তি, পাশাপাশি ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধির একই পরিষদে অন্তর্ভুক্তি অন্তর্ভুক্ত করে। আগস্টে রজার বিনির মেয়াদ শেষ হওয়ার পর রাজীব শুক্লা বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। গত মাসে বিনির ৭০ বছর পূর্ণ হয় এবং বিদ্যমান বিসিসিআই সংবিধান অনুসারে, ৭০ বছর বয়সের পর কোনও প্রশাসক এই পদে থাকতে পারবেন না।

তবে সভাপতি পদের জন্য এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, একজন প্রাক্তন খেলোয়াড় এবং একজন ক্রিকেট প্রশাসক উভয়ই বিবেচনাধীন।
অন্তর্বর্তীকালীন সভাপতি রাজীব শুক্লাকে একজন প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে। সূত্র মতে, তিনটি পরিস্থিতি নিয়ে আলোচনা করা হচ্ছে তিনি সহ-সভাপতি হিসেবে থাকতে পারেন, আবার বিসিসিআই সভাপতি পদে উন্নীত হতে পারেন, অথবা আইপিএল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন। যদিও বর্তমান ভূমিকায় তাঁর থেকে যাওয়ার সম্ভাবনাই প্রবল। তবে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি পদে তার পদোন্নতির সম্ভাবনা ৬০-৪০ শতাংশ।

Advertisement

রজার বিনির আগে, বিসিসিআইয়ের শীর্ষ পদে থাকা শেষ ভারতীয় ক্রিকেটার ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অতীতে, সুনীল গাভাস্কার এবং শিবলাল যাদব অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন।

Read more!
Advertisement
Advertisement