Advertisement

Shreyas Iyer: ভারত-দঃ আফ্রিকা ODI সিরিজে ফিরবেন শ্রেয়স? রইল আপডেট

বর্তমান ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার শ্রেয়স আইয়ার। তাঁর ব্যাটের উপর ভর করেই ভারত অনেক ম্যাচ জিতে চলেছে। তবে সেই শ্রেয়সই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ম্যাচ চলাকালীন পেটে বিরাট চোট পান। যার ফলে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তিনি ছিলেন আইসিইউ-তে। যদিও সেই খারাপ সময়ে পিছনে ফেলে এসেছেন শ্রেয়স। হাসপাতাল থেকে পেয়েছেন ছাড়া। তাই এখন ভক্তদের প্রশ্ন হল, কবে শ্রেয়স ফিরবেন খেলার মাঠে? তিনি দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওডিআই সিরিজে খেলবেন কি?

শ্রেয়সের আইয়ারশ্রেয়সের আইয়ার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2025,
  • अपडेटेड 4:25 PM IST
  • হাসপাতাল থেকে পেয়েছেন ছাড়া পেয়েছেন শ্রেয়স
  • কবে শ্রেয়স ফিরবেন খেলার মাঠে?
  • তিনি দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওডিআই সিরিজে খেলবেন কি?

বর্তমান ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার শ্রেয়স আইয়ার। তাঁর ব্যাটের উপর ভর করেই ভারত অনেক ম্যাচ জিতে চলেছে। তবে সেই শ্রেয়সই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ম্যাচ চলাকালীন পেটে বিরাট চোট পান। যার ফলে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তিনি ছিলেন আইসিইউ-তে। যদিও সেই খারাপ সময়ে পিছনে ফেলে এসেছেন শ্রেয়স। হাসপাতাল থেকে পেয়েছেন ছাড়া।

তাই এখন ভক্তদের প্রশ্ন হল, কবে শ্রেয়স ফিরবেন খেলার মাঠে? তিনি দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওডিআই সিরিজে খেলবেন কি?

আইয়ার কি খেলবেন?

যতদূর খবর, শ্রেয়স আইয়ার দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। বিসিসিআই এবং সিলেকশন কমিটি তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না। যার ফলে চলতি মাসের ৩০ নভেম্বর ওডিআই সিরিজের শুরুতে তাঁর মাঠে নামার আশঙ্কা কম।

এই প্রসঙ্গে বিসিসিআই অফিশিয়াল বলেন, 'ওঁর পুরোপুরি ফিট হয়ে উঠতে সময় লাগবে। বোর্ড চায় না কোনও রিস্ক নিতে। তাই শ্রেয়সের দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজে না খেলার চান্সই বেশি।'

কীভাবে লাগে চোট?

সিডনিতে চলছিল ভারত ও অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচ। আর সেই ম্যাচেই ক্যাচ ধরতে গিয়ে ভয়াবহ চোট পান শ্রেয়স। তিনি মাটিতে পড়ে কাতরাতে থাকেন। এমন পরিস্থিতিতে হেলথ ও ফিজিও স্টাফ মাঠে ছুটে যান। তাঁরা মাঠ থেকে শ্রেয়স বাইরে নিয়ে আসেন। শুধু তাই নয়, পরিস্থিতি বিবেচনা করে তাঁরা ভারতীয় ব্যাটারকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

প্রথমে মনে করা হয়েছিল পাঁজরে চোট লেগেছিল শ্রেয়সের। তবে পরীক্ষার পর জানা যায় যে তাঁর প্লীহা বা স্পিনে চোট লেগেছে। যার ফলে রিস্ক না নিয়ে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। সেখানেই কিছুদিন ভর্তি ছিলেন শ্রেয়স। তাঁর সমস্যার কথা মাথায় রেখে সব ধরনের চিকিৎসা হয়। তাতেই সাড়া দেন শ্রেয়স। তিনি দ্রুত সেরে ওঠেন। নিজেই স্বাস্থ্যের আপডেট দেন।

তারপর একটা সময় তাঁকে হাসপাতাল দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকেই সকলে শ্রেয়সের হেলথ আপডেট জানতে চাইছিলেন। আর তা নিয়েই বিরাট আপডেট দিল বিসিসিআই।

Advertisement

কলকাতার ম্যাচ নিয়ে চিন্তা বাড়ছে

১৪ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। আর দিল্লি বিস্ফোরণের আবহে সেই ম্যাচের নিরাপত্তা নিয়ে ভাবাচ্ছে। তাই ইতিমধ্যে কলকাতা পুলিশের কাছে অতিরিক্ত নিরাপত্তার আবেদন জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবি। আর এমন আবেদনে পুলিশ সাড়া দিয়েছে বলে জানা গিয়েছে।

যতদূর খবর, বাড়ানো হয়েছে দুই টিমের হোটেলের নিরাপত্তা। পাশাপাশি মাঠের সিকিউরিটিও বৃদ্ধি করা হয়েছে। এখানেই শেষ নয়, ইডেন গর্ডেন্সের বাইরে চলছে নাকা চেকিং।

Read more!
Advertisement
Advertisement