
রোহিত এবং কোহলি কি খেলবেন ২০২৭ সালের বিশ্বকাপ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে। সকলেই এই বিষয়ে গৌতম গম্ভীরের মত জানতে চান। আর সেই কথা বোধহয় পৌঁছে গিয়েছে গম্ভীরের কানে। তাই ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ জেতার পর প্রেস কনফারেন্স এসে রোহিত এবং কোহলির ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করলেন তিনি।
তিনি জানান, রোহিত এবং বিরাটের মতো প্লেয়াররা অনায়াসে ২০২৭ সালের বিশ্বকাপ খেলতে পারে। তবে সেটার দিকে না তাকিয়ে বর্তমানের পারফর্মেন্সের দিকে তাকাতে হবে। সেটাই আসল।
রোহিত ও কোহলি সম্পর্কে কী জানালেন গম্ভীর?
এ দিনের সাংবাদিক বৈঠকে এসে গৌতম বলেন, '৫০ ওভারের বিশ্বকাপ এখনও প্রায় ২.৬ বছর বাদে। কোহলি এবং রোহিত, দুজনেই সেরা প্লেয়ার। আমি আশা করি ওরা ভালো খেলবে। তবে আপাতত বর্তমানের দিকে তাকাতে হবে।'
এর পাশাপাশি তিনি জানিয়ে রাখেন, একজন প্লেয়ারকে টিম থেকে ড্রপ করা খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত।
তবে এখানেই শেষ না করে আরও কিছু বিষয় নিয়েও বক্তব্য রাখেন তিনি।
ট্রোলিং নিয়ে দিয়েছেন বার্তা
ইতিমধ্যেই টেস্ট সিরিজ জিতে ফেলেছে ভারত। যার ফলে শুভমন গিল সহ গোটা দলের বাহবা প্রাপ্য। যদিও তার বদলে যে ভাবে প্লেয়ারদের নিয়ে ট্রোলিং চলছে সোশ্যাল মিডিয়ায়, সেটা নিয়ে চিন্তিত তিনি। তাঁর মতে, এই ধরনের ট্রোলিং এখনই বন্ধ করা উচিত। প্লেয়ারদের কখনও সোশ্যাল মিডিয়ায় টার্গেট করা উচিত নয়।
শুভমনের অধিনায়কত্ব নিয়ে কী বললেন?
এ দিন শুভমানের অধিনায়কত্ব নিয়েও মন্তব্য করেন গম্ভীর। তিনি বলেন,'একজন অধিনায়কের মধ্যে যা যা গুণ থাকা দরকার, সবটাই রয়েছে গিলের মধ্যে। তাঁকে অধিনায়ক করে ওর উপর কেউ দয়া করেনি। ও এটা ডিজার্ভ করে।' অর্থাৎ সোজা ভাষায় গিলের পাশে দাঁড়ালেন কোচ। তাঁর কাঁধে রাখলেন হাত।
নিজের কোচিং নিয়েও কথা বলেন
নিজের কোচিং সম্পর্কে তিনি বলেন, 'দল ভাল খেললেই আমি একজন কোচ হিসাবে নিজেকে ভাল বলব। একজন কোচ ততটাই ভাল, যতক্ষণ তার টিম ভাল পারফর্মেন্স করে।'
নীতীশ রেড্ডি সম্পর্কে কী বললেন?
গম্ভীর নীতীশের সম্পর্কে বলেন যে, 'ও বাইরের ট্যুরে খুব ভালো খেলেছে। এখন যেমনই পারফর্মেন্স থাকুক না কেন, ওর চান্স পাওয়া উচিত।' অর্থাৎ তিনি নীতীশকে দলে চান্স দিতে চান।