Advertisement

Virat Kohli Rohit Sharma: বিজয় হাজারে ট্রফিতে আর দেখা যাবে বিরাট-রোহিতকে? এল বড় আপডেট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে সোমবার দিল্লি ও মুম্বইয়ের ম্যাচ থাকলেও, তাঁরা খেলছেন না। এরপরের ম্যাচ রয়েছে ৬ জানুয়ারি। সেই ম্যাচে কি তাঁদের ফের দেখা যাবে? সেটাই এখন বড় প্রশ্ন। এর মধ্যেই দুই তারকার ভাল ছন্দে থাকা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সমর্থকদের।

বিরাট কোহলি, রোহিত শর্মাবিরাট কোহলি, রোহিত শর্মা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Dec 2025,
  • अपडेटेड 12:04 PM IST

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে সোমবার দিল্লি ও মুম্বইয়ের ম্যাচ থাকলেও, তাঁরা খেলছেন না। এরপরের ম্যাচ রয়েছে ৬ জানুয়ারি। সেই ম্যাচে কি তাঁদের ফের দেখা যাবে? সেটাই এখন বড় প্রশ্ন। এর মধ্যেই দুই তারকার ভাল ছন্দে থাকা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সমর্থকদের।

আলুর কেএসসিএ স্টেডিয়ামে দিল্লি সৌরাষ্ট্রের মুখোমুখি হয়েছে, অন্যদিকে মুম্বই জয়পুরের জয়পুরিয়া বিদ্যালয় মাঠে ছত্তিশগড়ের বিপক্ষে খেলেছে। ইতিমধ্যেই একটা সেঞ্চুরি ও একটা হাফ সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট। তবে রোহিত প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেও দ্বিতীয় ম্যাচে প্রথম বলেই উইকেট হারান। তবে তাঁরা এরপরে আর রাজ্য দলের হয়ে ম্যাচ খেলবেন কিনা সেটা বড় প্রশ্ন। কারণ, দুই তারকাই জানিয়েছিলেন, তাঁরা বিজয় হাজারে ট্রফিতে দুটো ম্যাচ খেলবেন। সেই দুই ম্যাচ খেলা হয়ে গিয়েছে।

৬ জানুয়ারির ম্যাচটি কোহলি খেলবেন কি?
এখন, এটা বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপর নির্ভর করছে যে তাঁরা টুর্নামেন্টে আরও ম্যাচ খেলতে চান কিনা। ভারত ১১ জানুয়ারি থেকে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজও খেলবে, তাই উভয় খেলোয়াড়ই এই আন্তর্জাতিক সিরিজে মন দিতে হবে। তবে, ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, ৬ জানুয়ারি রেলওয়ের বিরুদ্ধে দিল্লির হয়ে আরেকটি ম্যাচ খেলতে পারেন কোহলি। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বিজয় হাজারে ট্রফিতে রোহিত আর মুম্বইয়ের হয়ে খেলবেন না।

খবর অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ফাস্ট বোলার জসপ্রীত বুমরা এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হতে পারে। আসন্ন বড় টুর্নামেন্ট, বিশেষ করে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, উভয় খেলোয়াড়ই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে অংশগ্রহণ করবেন, যার জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করা হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি বিশ্বকাপের আগে ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ হবে। অতএব, জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া পাঁচটি ম্যাচই খেলবেন বলে আশা করা হচ্ছে। হার্দিক শেষবার এই বছরের মার্চ মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা লড়াইয়ে ওয়ানডে খেলেছিলেন। এদিকে, বুমরা ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর ওয়ানডে ক্রিকেট থেকে দূরে থাকবেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement