শুভমন গিলকে নিয়ে ফ্যানেদের মধ্যে উন্মাদনা ক্রমশ ঊর্ধ্বমুখী। বিরাট-রোহিত পরবর্তী যুগে তিনিই ভারতীয় ক্রিকেটের সুপারস্টার। তাই বর্তমানে শুভমনের ভক্তের ছড়াছাড়ি। আর সেরকম এক ফ্যানেদের কীর্তিতেই আবার শিরোনামে উঠে এলেন তিনি। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টে ব্যাট করার সময় এক মহিলা 'I love you Shubman' (শুভমন আমি তোমায় ভালোবাসি) লেখা প্ল্যাকার্ড তুলে ধরেন। আর সেই দৃশ্যটা ধরে ফেলেন ক্যামেরাম্যান।
সঙ্গে সঙ্গেই মাঠে উপস্থিত দর্শকরা উত্তেজিত হয়ে ওঠে। সারা মাঠে তখন হাততালি ও চিৎকার। আর ও দিকে এই দৃশ্যকে টিভির ব্রডকাস্টাররাও পুঁজি করে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই দৃশ্য। পোস্ট, মিম এবং রিয়্যাকশন ভরে যায়। শুধু তাই নয়,সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে পড়ে #ILoveYouShubman।
মাঠে তখন জয়সওয়ালের সঙ্গে ব্যাট করছেন শুভমন
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দিল্লিতে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনেও দারুণ খেলেছে ভারত। বিশেষত, শুভমনের ইনিংস ছিল দেখার মতো। আর এই ইনিংস যখন গড়ে উঠছে, তখন শুভমনের সঙ্গে ব্যাটিং করছেন জয়সয়াল। দুই জনে মিলে তখন একটা ভালো পার্টনারশিপ গড়ে তোলার কাজে ব্যস্ত। আর তখনই এমনই একটা দারুণ দৃশ্য দেখা যায় মাঠে।
শুভমনের ফ্যানের সংখ্যা বাড়ছে
এখন ভারতীয় ক্রিকেটের নতুন রাজকুমার শুভমন গিল। তিনি ভারতীয় টেস্ট ও একদিনের দলের অধিনায়ক। পাশাপাশি তাঁর ব্যাটিং পারফরমেন্সও নজরকাড়া। যখনই নামছেন ২২ গজে, তখনই ভালো রান করেই তিনি ক্রিজ ছাড়ছেন। আর তার জন্যই বাড়ছে শুভমনের ফ্যানবেস। তাঁকে নিয়ে মহিলারও স্বপ্ন দেখছেন। তাই এখন অবশ্যই বলা যায়, বিরাট-রোহিত পরবর্তী সময়ে তিনিই ভারতের অন্যতম ফেভারিট। আর এটা কোনও কথা নয়, বরং এটা ধরা পড়ছে মাঠে এবং সোশ্যাল মিডিয়ায়।
সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়লেন
এই টেস্টের দ্বিতীয় দিনে দারুণ খেললেন শুভমন। সেঞ্চুরি করে ভাঙলেন রোহিত শর্মার রেকর্ড। আর সঙ্গী হলেন এমএস ধোনীর।
আসলে এ দিন অধিনায়ক হিসাবে টেস্টে পঞ্চম সেঞ্চুরি করলেন শুভমন। তাতেই তিনি রোহিতকে পেরিয়ে ধোনীকে ধরে ফেললেন।
এখানেই শেষ নয়, একই দিনে বিরাটকেও ধরে ফেললেন শুভমন। একই ক্যালেন্ডার বছরে টেস্টে অধিনায়ক হিসাবে ৫টি সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। আর সেই রেকর্ড এখন ধরে ফেললেন শুভমন। তিনি আজ ১৯৬ বল খেলে ১২৯ রান করেন। শুধু তাই নয়, শেষ পর্যন্ত তিনি ছিলেন অপরাজিত। ৫১৮ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ডিক্লেয়ার দিয়ে দেয় ভারতীয় দল।