বিদর্ভ রেস্ট অফ ইন্ডিয়াকে ৯৩ রানে হারিয়ে ২০২৫ সালের ইরানি কাপ জিতেছে। এ নিয়ে বিদর্ভের তৃতীয় ইরানি কাপ জয়। এর আগে তারা ২০১৮ এবং ২০১৯ সালে জিতেছিল। ইরানি কাপে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়নরা রেস্ট অফ ইন্ডিয়ার মুখোমুখি হয়। তবে এই ম্যাচেই ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। মুম্বই এর আগে শেষবার ইরানি ট্রফি জিতেছিল।
কী ঘটেছিল?
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ভিসিএ) স্টেডিয়ামে এই ম্যাচের শেষ দিনে (৫ অক্টোবর) মাঠের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। মাঠে যশ ধুল এবং যশ ঠাকুরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আম্পায়ার এবং খেলোয়াড়রা হস্তক্ষেপ না করলে মারামারিও বেধে যেতে পারতো। রেস্ট অফ ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসের ৬৩তম ওভারে এই ঘটনাটি ঘটে।
সেই ওভারে, বিদর্ভের ফাস্ট বোলার যশ ঠাকুর প্রথম বলটি একটু শর্ট করে বল করেন। যশ ধূল আপার কাট মারার চেষ্টা করেন, কিন্তু টাইমিং-এর ভুলে বলটি ব্যাটের ঠিক জায়গায় লাগেনি। অথর্ব তায়দে একটি সহজ ক্যাচ নেন। এরপর যশ ঠাকুর আক্রমণাত্মকভাবে উইকেট পাওয়ায় সেলিব্রেশন করেন, যা পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে।
৯২ রান করা যশ ধুল ইতিমধ্যেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন এবং যশ ঠাকুরের সেলিব্রেশন দেখে অসন্তুোষ প্রকাশ করেন। এরপর তাঁর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আম্পায়াররা তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেন এবং দুই খেলোয়াড়কে আলাদা করেন। বিদর্ভের খেলোয়াড়রাও তৎক্ষণাৎ এসে পরিস্থিতি শান্ত করেন।
ধারাভাষ্যকার বিবেক রাজদান এই ঘটনায় মন্তব্য করেছেন, 'কিছুটা ঝগড়া হয়েছিল, কিন্তু খেলোয়াড়দের তাদের সীমা বোঝা উচিত। খেলার মূল বিষয় হলো সংযম।' বিদর্ভের ওপেনার অথর্ব তায়দেকে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত করা হয়। প্রথম ইনিংসে অথর্ব দুর্দান্ত ১৪৩ রান করেন।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
বিদর্ভ: প্রথম ইনিংস-৩৪২, দ্বিতীয় ইনিংস-২৩২
লক্ষ্য: ৩৬১
রেস্ট অফ ইন্ডিয়া: প্রথম ইনিংস-২১৪, দ্বিতীয় ইনিংস-২৬৭।