Advertisement

Yograj Singh : 'ধোনিকে নিজের ছেলের মতো দেখি....', সুর বদলে কেন একথা বললেন যোগরাজ সিং?

ভারতের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং তাঁর বক্তব্যের জন্য মাঝে মধ্যেই খবরে থাকেন। এর আগে বহুবার মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। সম্প্রতি প্রাক্তন ক্রিকেটার তারুয়ার কোহলির পডকাস্টে বর্তমান ভারতীয় দল, অর্জুন টেন্ডুলকর, রোহিত শর্মা, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কথা বলেন তিনি।

Yograj Singh Yograj Singh
Aajtak Bangla
  • অমৃতসর ,
  • 27 Mar 2025,
  • अपडेटेड 1:43 PM IST
  • ভারতের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং তাঁর বক্তব্যের জন্য মাঝে মধ্যেই খবরে থাকেন
  • এর আগে বহুবার মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন

ভারতের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং তাঁর বক্তব্যের জন্য মাঝে মধ্যেই খবরে থাকেন। এর আগে বহুবার মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। সম্প্রতি প্রাক্তন ক্রিকেটার তারুয়ার কোহলির পডকাস্টে বর্তমান ভারতীয় দল, অর্জুন টেন্ডুলকর, রোহিত শর্মা, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কথা বলেন তিনি। চলতি আইপিএল নিয়েও মন্তব্য করেন এই প্রাক্তন ক্রিকেটার। তিনি দাবি করেন, কিংস ইলেভেন পঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচিংয়ের সুযোগ তিনি পেলে ফলাফল অন্যরকম হতে পারত। 

তারুয়ার কোহলি যোগরাজ সিংকে জিজ্ঞাসা করেন, তিনি ভারতীয় দলের প্রধান কোচ হলে কী পরিবর্তন করবেন? উত্তরে যোগরাজ জানান, তিনি এমন একটি টিম তৈরি করতে চান যেটা যুগে যুগে হারবে না। অর্জুন টেন্ডুলকর সম্পর্কে যোগরাজের দাবি, সুযোগ পেলে ৬ মাসের মধ্যে তাঁকে বিশ্বের সেরা ব্যাটসম্যান বানিয়ে দেবেন।

দলের কেউ ভালো পারফর্ম না করলে কী করা উচিত? তার উত্তরে যোগরাজ বলেন, 'কেন কাউকে সরিয়ে দেওয়া হবে? কেউ খারাপ খেললে তাঁকে সাহায্য করা উচিত। পাশে থাকা দরকার। আমি সবাইকে সঙ্গে নিয়ে চলার পক্ষপাতি।' 

এই সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনি সম্পর্কেও প্রতিক্রিয়া দেন যোগরাজ। 'আমি রোহিত-কোহলি-ধোনিদের কখনও আলাদা চোখে দেখি না। যেভাবে যুবরাজকে দেখি, ধোনিকেও সেইভাবেই দেখেছি। পার্থক্য করিনি।  সেও আমার ছেলের মতো। তাঁর সঙ্গে সেই রকম আচরণই করি। কিন্তু যা ভুল তা ভুল।' 

কপিল দেবকে নিয়ে যোগরাজ বলেন, 'আমি কপিলকে (দেব) খুব ভালোবাসি। কিন্তু তুমি যা করেছ তা ভুল। যখন জানতে পারলাম যে তাঁর হার্ট অ্যাটাক হয়েছে, আমি দিল্লিতে ছুটে গিয়েছিলাম। কেঁদে ফেলেছিলাম। আমার স্ত্রী-সন্তান আমাকে জিজ্ঞেস করছিল কী হয়েছে? আমি জানিয়েছিলাম কপিল দেবের কথা।' 

প্রসঙ্গত যোগরাজ সিং ভারতীয় দলের হয়ে ১টি টেস্ট এবং ৬টি ওডিআই ম্যাচ খেলেছেন। ১৯৮১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হয়। ভারতের হয়ে তিনি মোট ৬টি ওয়ানডে খেলেছেন। ৪ উইকেট তুলেছিলেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement