বিগত কয়েক মাস ধরে টেস্ট ক্রিকেটে ভালো পারফর্ম করতে পারছে না টিম ইন্ডিয়া। তারা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগেই ৩-০ হেরেছিল। সেই ক্ষত এখনও শুকোয়নি। তার মধ্যেই অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাভাসকার ট্রফিতে হারের মুখ দেখতে হয়েছে রোহিত শর্মার দলকে। যা নিয়ে গেল গেল রব উঠেছে। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। অনেকে বলছেন, তাঁদের অবসর নেওয়ার সময় হয়ে গেছে। সমালোচনার মুখ থেকে রেহাই পাচ্ছেন না কোচ গৌতম গম্ভীরও। তাঁকেও সরানোর দাবি জোরালো হচ্ছে ক্রমশ। তারই মধ্যে নিজের মতামত জানালেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অল রাউন্ডার যুবরাজ সিং।
নিউজিল্যান্ডের কাছে হার বেশি যন্ত্রণার...
যুবরাজ বলেন, 'নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হার সবথেকে যন্ত্রণার। ঘরের মাঠে এই হার মেনে নেওয়া যায় না। এখন আবার অস্ট্রেলিয়ার কাছে হারল। সমর্থকদের কাছে এটা প্রত্যাশিত ছিল না।'
বিরাট ও রোহিতের অবদান ভোলা উচিত নয়...
যুবরাজ সিং বলেন, অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর সমর্থকরা বিরাট-রোহিতদের সমালোচনা শুরু করেছেন। তবে তাঁরা এখন ওই দুই খেলোয়াড়ের অবদানের কথা ভুলে যাচ্ছেন। সেটা কাম্য নয়।
যুবরাজের কথায়, 'বিরাট ও রোহিতের অবদানের কথা ভুলে গেলে চলবে না। তাঁরা ক্রিকেট বিশ্বকে যা দিয়েছে তার কথা সবাই জানেন। এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার তাঁরা। হয়তো হেরেছেন। সমালোচনা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, এই হারের ফলে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা আমাদের থেকে অনেক বেশি চিন্তিত।'
গৌতম গম্ভীরের প্রতি তাঁর আস্থা রয়েছে বলেও সাফ জানান যুবরাজ। তিনি বলেন, 'ভারতীয় দলে সঠিক মানুষদের হাতেই রয়েছে। কোচ হিসেবে গৌতম গম্ভীর, নির্বাচক হিসেবে অজিত আগরকার ভালো। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জাসপ্রিত বুমরাদের উপর ভরসা করা যায়। তবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে তাঁদেরই সিদ্ধান্ত নিতে হবে।'
ফর্ম না থাকায় সিডনি টেস্ট থেকে নিজের নাম তুলে নেন রোহিত শর্মা। সেই প্রসঙ্গে যুবরাজ সিং বলেন, 'রোহিত এই সিদ্ধান্ত মহৎ। ফর্ম না থাকার জন্য কোনও ক্যাপ্টেনকে ম্যাচ থেকে সরিয়ে নেওয়ার ঘটনা আগে কখনও দেখিনি।'
'রোহিত একজন মহান ক্যাপ্টেন'
ক্যাপ্টেন রোহিত শর্মার পাশেও দাঁড়ান যুবরাজ সিং। বলেন, 'আমার চোখে রোহিত একজন দুর্দান্ত ক্যাপ্টেন। জিতুক বা হারুক রোহিত সব সময়ই একজন বড় ক্যাপ্টেন। তাঁর নেতৃত্বে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি। অনেক কিছু অর্জন করেছি।'
দল খারাপ খেললেও তিনি যে রোহিত শর্মা-বিরাট কোহলিদের পাশেউ আছেন তাও স্পষ্ট করে দেন যুবরাজ। বলেন, 'খেলোয়াড়রা যখন পারফর্ম করে না, তখন তাঁদের সম্পর্কে খারাপ কথা বলা শুরু হয়। মিডিয়ার কাজ খেলোয়াড়দের নিয়ে খারাপ কথা বলা। তবে আমি দলকেই সমর্থন করি।'