এশিয়া কাপে খেলছেন জসপ্রীত বুমরা। ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকর বলেন, 'অবশ্যই, ইংল্যান্ড সিরিজের পরও একটা ভালো বিরতি এসেছে। টিম ম্যানেজমেন্ট, ফিজিও এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সবসময় যোগাযোগে আছেন। এটা শুধু এখনই নয়। তার চোটের আগেও আমরা তার দেখাশোনা করার চেষ্টা করেছি কারণ আমরা জানি সে কতটা মূল্যবান। স্পষ্টতই, আমরা চাই যে সে সমস্ত বড় ম্যাচের জন্য থাকুক।'