পাহেলগাঁও জঙ্গি হানা আর তারপর ভারতের অপারেশন সিঁদুর। এই দুয়ের জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে। অবস্থা এমনই যে পাক ক্রিকেটারদের সঙ্গে হাতও মেলাচ্ছেন না সূর্যকুমার যাদবরা। এর মধ্যেই আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দুই দল। এবারই প্রথম নয়, এর আগে দুইবার দুই দল এই বড় ম্যাচ খেলে ফেলেছে। একবার গ্রুপ পর্বে আর একবার সুপার ৪-এ। দুই বারই ভারত বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে পাক দলকে। এবার ফাইনাল ম্যাচ। সেখানেও অক্ষুণ্ণ থাকবে ভারতের জয়ের ধারা? সেটাই এখন বড় প্রশ্ন। অপারেশন সিঁদুর পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা করেছে। আর এবার ক্রিকেট মাঠেও কি দেখা যাবে একই দৃশ্য? ধারে ভারে অনেক এগিয়ে ভারত। তবে খেলাটা ক্রিকেট। তাই আগে থেকে নিশ্চিত করে বলার ধৃষ্টতা দেখানো কঠিন। তবে ক্রিকেটীয় কারণেই এগিয়ে ভারত। তাঁরা বিশ্বচ্যাম্পিয়ন। দুই ওপেনার বিশেষ করে অভিষেক শর্মা দারুণ ছন্দে। মিডল অর্ডার নিয়ে সমস্যা থাকলেও, বল হাতে স্পিনাররা অসাধারণ। পাকিস্তানকে গুটা টুর্নামেন্ট জুড়ে স্পিনারদের সামনে সমস্যায় পড়তে হয়েছে। রবিবারের ম্যাচেও সেটা হতে পারে বলেই আশা ভারতের ফ্যানদের।