'সিরিজের মাঝে দেশের নায়ককে টেনে নামানো উচিত ছিল না'। এমনটাই মনে করেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। তিনি মনে করিয়ে দেন, ক্রিকেট দলগত খেলা। হার-জিতের জন্য কোনও একজন দায়ী হতে পারে না। সেই সঙ্গে সিধুর অভিমত,'এই ধরনের সিদ্ধান্ত সিরিজ শুরুর আগে বা পরে নেওয়া উচিত ছিল। এই অধিনায়ক রোহিতে শর্মাই তো ৬ মাস আগেই টি২০ বিশ্বকাপ জিতিয়েছিলেন। সিরিজের মাঝেই অধিনায়ককে সরিয়ে ভুল বার্তা দেওয়া হয়েছে'।