অবশেষে ঘোষিত হল চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) জন্য ভারতীয় দল (Indian Cricket Team)। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার (Ajit Agarkar) ও ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) শনিবার সাংবাদিক সম্মেলন করে দলের ক্রিকেটারদের নাম ঘোষণা করেন।
দলে জায়গা পেলেন না সিরাজ
ভারতীয় দলে জায়গা পাননি মহম্মদ সিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফির সহ-অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। চোট পাওয়া জসপ্রীত বুমরাও দলে জায়গা পেয়েছেন। যেখানে যশস্বী জয়সওয়াল প্রথমবার ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। ফাস্ট বোলার মহম্মদ শামিও ১৪ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন।