এবার গম্ভীরের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের পরাজয় হয়েছে। তারপরেই টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। এবার এ নিয়েই ভিন্ন মত দিলেন প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, কোচ বদল নয় বরং প্রস্তুতি ও মানসিকতার বদলের প্রয়োজন। তিনি বলেছেন যে গম্ভীরকে সরানোর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ইন্ডিয়া টুডে'র রাজদীপ সরদেশাইয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সৌরভ জোর দিয়ে বলেছেন যে ভারতকে বৃহত্তর চিত্রের উপর মনোযোগ দিতে হবে। পাশাপাশি কোচ-অধিনায়ক জুটির উপর আস্থা রাখতে হবে, যা পরিস্থিতি বদলে দেবে। গৌতম গম্ভীর সম্পর্কে সৌরভ বলেন, 'এই পর্যায়ে গৌতম গম্ভীরকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই আসে না।'