বৈভব সূর্যবংশী। আইপিএল-এ গুজরাতের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে রাতারাতি শিরোনামে চলে এসেছেন ১৪ বছরের এই যুবক। ব্যাট হাতে তাঁর তাণ্ডব দেখে হতবাক গোটা বিশ্ব। তবে তাবড় তাবড় আন্তর্জাতিক বোলারদের শাসনের পরও সেই অর্থে নির্বিকার বৈভব। ম্যান অফ দা ম্যাচের পুরস্কার হাতে তুলে নেওয়ার পর তিনি বলেন, আমি বোলারদের দেখি না। বল দেখি। আসলে ওটাই আমার কাজ।'
ম্যাচের পরে মুরলি কার্তিক বৈভবকে জিজ্ঞাসা করেন, তুমি এত ছোটো যে আমি নিজেও বুঝতে পারছি না কী প্রশ্ন করব তোমাকে। ম্যাচে এত ভালো খেললে, কী বলবে?' উত্তরে বৈভব বলেন, আমার ভালো লাগছে। আইপিএল-এ এই নিয়ে তৃতীয় ম্যাচ খেললাম। এই টুর্নামেন্টের জন্য বিগত কয়েক মাস ধরে পরিশ্রম করছিলাম। তার ফল হাতেনাতে পেলাম।'
মুরলি কাতিক: তুমি এত মিষ্টি মিষ্টি কথা বলো। কিন্তু ব্যাট হাতে রুদ্ররূপ দেখা যায়। আন্তর্জাতিক বোলারদের শাসন করছ তুমি। শাদুল বা আবেশ খানের মতো বোলারদের বলেও রান করেছ। বোলারদের কথা কখনও ভাবো না?