এশিয়া কাপে ভারতের দল ঘোষণা হয়ে গেল। তবে জায়গা হল না যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ারের। মূল দলে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে আছেন বাঁ হাতি ওপেনার। দারুণ ছন্দে আছেন শ্রেয়সও। তবে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ব্যাপারে ব্যাখ্যা দিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকর।