বিশ্বকাপ ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি আজ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর জানান, \"আমি এখানে আমার শুভকামনা জানাতে এসেছি। আশা করছি, আমরা আজ ট্রফি তুলে নেব। সবাই এই দিনের জন্য অপেক্ষা করছিল...\"