এবার রিচা ঘোষের নামে স্টেডিয়াম। শিলিগুড়ির মাটিগাড়া অঞ্চলে হবে এই স্টেডিয়াম। সোমবার দুপুরে উত্তরকন্যা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মহিলাদের বিশ্বকাপ জেতার পর থেকেই একের পর এক সংবর্ধনা পাচ্ছেন বাংলার সোনার মেয়ে। বিশ্বকাপ জিতে নিজের শহরে ফিরেই শিলিগুড়ি অঞ্চলে কোনও ক্রিকেট স্টেডিয়াম নেই বলে আক্ষেপ করেছিলেন বাঙালি হিসেবে প্রথম বিশ্বকাপ জেতা তারকা।