Advertisement

Super Cup 2025: মোহনবাগানের দাবি মেনে নিল ফেডারেশন, সুপার কাপে খেলবেন ৪ বিদেশি

মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) দাবি মেনে নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। ভারতীয় ফুটবলরদের (Indian Football) জন্য তৈরি হল আরও বেশি সুযোগ। সুপার কাপে ছয় নয়, চার বিদেশি খেলাতে পারবে দলগুলো। এই সিদ্ধান্তই জানিয়ে দেওয়া হল ভারতীয় ফুটবলের নিয়মক সংস্থার পক্ষ থেকে।

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Oct 2025,
  • अपडेटेड 7:56 AM IST

মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) দাবি মেনে নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। ভারতীয় ফুটবলরদের (Indian Football) জন্য তৈরি হল আরও বেশি সুযোগ। সুপার কাপে ছয় নয়, চার বিদেশি খেলাতে পারবে দলগুলো। এই সিদ্ধান্তই জানিয়ে দেওয়া হল ভারতীয় ফুটবলের নিয়মক সংস্থার পক্ষ থেকে। এর আগেই বিদেশি কমানোর দাবিতে সরব হয়েছিল মোহনবাগান। ভারতীয় ফুটবলরদের আরও বেশি সুযোগ দিতেই এই সিদ্ধান্ত।

নিয়মে কী বদল এল?
প্রথমে ফেডারেশন জানিয়ে দিয়েছিলো, প্রতি দলে ছয় জন বিদেশিকে রাখা যাবে। তবে টুর্নামেন্ট শুরুর আগে সেই সিদ্ধান্ত থেকে সরে এল তারা। এআইএফএফ সূ্ত্রের খবর অনুসারে, ছয়জন বিদেশি ফুটবলারকে রেজিস্ট্রেশন করা যাবে। কিন্তু প্রথম একাদশে রাখা যাবে চারজনকে। তবে বলে রাখা ভাল, আনুষ্ঠানিক ভাবে এই সিদ্ধান্ত এখনও ক্লাবগুলোকে জানানো হয়নি। 
এক্সিকিউটিভ কমিটির সভায় এ ব্যাপারে আলোচনার পরে সিদ্ধান্ত জানানো হবে। তবে এ কথা বলাই যায়, এই সিদ্ধান্তে শিলমোহর পড়তে সময় লাগবে না। তাই ধরে নেওয়াই যায়, সুপার কাপে চার বিদেশিকে নিয়ে খেলতে হবে দলগুলোকে। আর নতুন করে কোনও দলই এ ব্যাপারে আপত্তি জানাবে না বলেই মনে করা হচ্ছে। 

২৫ অক্টোবর থেকে গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে সুপার কাপ। চলবে ২২ নভেম্বর পর্যন্ত। ঘোষণা হয়ে গিয়েছে সুপার কাপের সময়সূচি। গ্রুপ এ-তে মোহনবাগান, ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে রয়েছে চেন্নাইন এফসি এবং রিয়াল কাশ্মীর। ৩১ অক্টোবর ডার্বি ম্যাচ। 
এই ডার্বি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, ইতিমধ্যেই সিনিয়র ডার্বিতে ডুরান্ড কাপে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। আইএফএ শিল্ডের ফাইনালে দুই দল নিজেদের জায়গা পাকা করতে পারলেই আবার ডার্বি হতে পারে। সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়েন্টের সামনে বদলা নেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি মরসুমের প্রথম ট্রফিও তাদের হাতে আসবে। এরপরেই সুপার কাপের ডার্বি।

এখনও অবধি কবে আইএসএল শুরু হবে তা জানা যায়নি। তবে ফেডারেশনের আশ্বাস, ডিসেম্বরে শুরু হতে পারে দেশের এক নম্বর লিগ। এই অনিশ্চয়তার মধ্যে দুই বড় দলের কাছেই যে কোনও ট্রফি জয় সমর্থকদের জন্য বিরাট পুরস্কার।

Advertisement
Read more!
Advertisement
Advertisement