Advertisement

AFC Asian Qualifiers IND vs BAN: সহজতম সুযোগ মিস সুনীলের, ড্র ভারত-বাংলাদেশ ম্যাচ

IND vs BAN LIVE: প্রথম ১৫ মিনিটে ৩টে কর্নার। একবার গোললাইন সেভ। ডিফেন্স নিয়ে বেশ চাপে ভারত। তবে হামজা চৌধুরীকে আটকেই রেখেছে ভারতের ডিফেন্স। তপু বর্মণদের বিরুদ্ধে শুরুতেই গোল তুলতে মরিয়া ভারত।

ভারত বনাম বাংলাদেশভারত বনাম বাংলাদেশ
Aajtak Bangla
  • শিলং,
  • 25 Mar 2025,
  • अपडेटेड 9:03 PM IST

IND vs BAN LIVE: প্রথম ১৫ মিনিটে ৩টে কর্নার। একবার গোললাইন সেভ। ডিফেন্স নিয়ে বেশ চাপে ভারত। তবে হামজা চৌধুরীকে আটকেই রেখেছে ভারতের ডিফেন্স। তপু বর্মণদের বিরুদ্ধে শুরুতেই গোল তুলতে মরিয়া ভারত। 

ড্র করেই মাঠ ছাড়ল ভারত

৯০ মিনিটে বারবার বিপদে পড়েছে ভারত। তবে গোল করার সুযোগও যথেষ্ট পেয়েছে তারা। সুনীল ছাড়াও মিস করেছেন ফারুখ। তার জেরেই ভারতকে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল। একটাই স্বস্তি ভারত বা বাংলাদেশ শুধু নয়, বাকি দুই দল হংকং ও সিঙ্গাপুরের ম্যাচেও গোল হয়নি। ফলে চার দলই ১ পয়েন্ট পেয়েছে। 

আরও পড়ুন

দারুণ সেভ বিশালের

ভারতকে লড়াইয়ে রাখলেন বিশাল। ৫ মিনিট অতিরক্ত সময় দেওয়া হয়েছে। ম্যাচের ফোল এখনও ০-০। 

সুনীল ছেত্রীর মিস

৮৫ মিনিটেও গোল এল না। সহজতম সুযোগ মিস ভারতের। মিস করলেন সুনীল। তুলেও নেওয়া হল তাঁকে।  

ফারুখের শট 

আবার গোলের সুযোগ মিস ফারুখের। অল্পের জন্য বাইরে চলে যায়। কর্নার থেকে শুভাশিসের হেড প্রথম পোস্টের বাইরে যায়। ম্যাচের ফোল এখনো ০-০।  

শুভাশিসের শট বাইরে

দারুণ শট করেছিলেন শুভাশিস। তবে তা বার উঁচিয়ে বাইরে চলে যায়। ম্যাচের ফোল এখনও ০-০। 

দ্বিতীয়ার্ধে আক্রমণ ভারতের

৬৩ মিনিটে লিস্টনের ক্রস থেকে পাস পান সুনীল। তাঁর শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। 

সুযোগ ভারতের

৩০ মিনিটে লিস্টনের ক্রস থেকে বল পান উদান্তা সিং। তাঁর হেড কোনওমতে বাঁচান বাংলাদেশ ডিফেন্ডার। ফিরতি বল ফারুখ পেলেও তাঁর শট মিতুল সেভ করেন।  

গোল পেয়ে যেতে পারত বাংলাদেশ

আবার ভুল বিশালের। তাঁর শট শাকিল তপুর গায়ে লাগে। সেই বল পেয়ে যান বাংলাদেশের আরেক ফুটবলার। তাঁর শট গোলে থাকলেও, লাইন থেকে সেভ করেন শুভাশিস বসু।   

ইমনের হেডার বাইরে

ইমন সুযোগ পেয়ে গিয়েছিলেন ৯ মিনিটেই। তাঁর হেডার গোলের উপর দিয়ে বাইরে চলে যায়। বেশ চাপে ভারতের ডিফেন্স।   

Advertisement

প্রথম মিনিটেই বিপদ

সহজ বল ক্লিয়ার করতে গিয়ে সমস্যায় পড়তে হয় বিশাল কাইতকে। শট করতে গিয়ে পিছলে পড়ে যান ভারতের গোলকিপার। জনি সুযোগ পেলেও, তাঁর শট বাইরে চলে যায়।   

বাংলাদেশ একাদশ
মিতুল (গোলকিপার), রিদয়, মোরসালিন, হামজা চৌধুরী, ইমন, হোসেন, বর্মন, মারমা, রায়হান, মজিবর, উদ্দিন

ভারতের একাদশ
বিশাল কাইথ (গোলকিপার), রাহুল ভেকে, শুভাশিস বোস, সন্দেশ ঝিংগান, বরিস সিং, উদন্ত সিং, আপুইয়া রালতে, লিস্টন কোলাসো, ফারুখ চৌধুরি, আয়ুষ ছেত্রী, সুনীল ছেত্রী

Read more!
Advertisement
Advertisement