Advertisement

Mohun Bagan: খেলছেন না মনবীর, আহাল ম্যাচে কেমন হতে পারে মোহনবাগানের দল?

যুবভারতীতে যখন আহাল এফকে প্রস্তুতিতে ব্যস্ত তখন মোহনবাগান ক্লাবেই আহাল এফকে বধের ছক করছেন কোচ জোসে মোলিনা। চার বিদেশি নাকি পাঁচ বিদেশি, আহাল এফকে বিরুদ্ধে কেমন হবে মোহনবাগানের প্রথম একাদশ? তবে দলে নেই মনবীর সিং। চোটের কারণে তিনি দলে নেই। তা হলে তাঁর জায়গায় কে? এ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

মোহনবাগানমোহনবাগান
  • কলকাতা,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 4:32 PM IST

যুবভারতীতে যখন আহাল এফকে প্রস্তুতিতে ব্যস্ত তখন মোহনবাগান ক্লাবেই আহাল এফকে বধের ছক করছেন কোচ জোসে মোলিনা। চার বিদেশি নাকি পাঁচ বিদেশি, আহাল এফকে বিরুদ্ধে কেমন হবে মোহনবাগানের প্রথম একাদশ? তবে দলে নেই মনবীর সিং। চোটের কারণে তিনি দলে নেই। তা হলে তাঁর জায়গায় কে? এ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। 

কেমন হতে পারে মোহনবাগানের দল?
তা নিয়ে ধোঁয়াশা রাখলেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। কখনও ফরোয়ার্ড লাইনে তিন বিদেশি ম্যাকলারেন, রবসন, কামিন্স এবং ডিফেন্সে দুই বিদেশি অ্যালবার্তো রড্রিগেজ ও টম অলড্রেডকে রেখে অনুশীলন করান। আবার পরক্ষণেই ডিফেন্সে এক বিদেশি কমিয়ে মেহেতাব সিংকে রেখেও অনুশীলন করান। একই ভাবে ধোঁয়াশা রাখেন শুভাশিস ও অভিষেক টেকচামকে নিয়েও। কখনও শুভাশিস আবার কখনও অভিষেক সিং। কি অঙ্ক কষছেন মোলিনা সে তো সময়ই বলবে।

মনবীরের জায়গায় রবসন?
মনবীর সিং এখনও পুরোপুরি ফিট নন। রবিবারও অনুশীলন করতে পারেননি তিনি। তাই তার জায়গায় দেখা যেতে পারে, রবসন রবিনহোকে। দিমিত্রি পেত্রাতোসকে হয়ত পরেই নামানো হবে। পাশাপাশি এদিন সেটপিসে জোর দিয়েছেন মোলিনা। আহাল এফকের বিরুদ্ধে নিজের সব অস্ত্র তৈরি রাখছেন কোচ। তাই এএফসি পরীক্ষার জন্য চাপে নেই মোহনবাগান। বেশ খোশমেজাজে রয়েছেন কোচ থেকে ফুটবলার। সমর্থকদের ছবির আবদার, অটোগ্রাফের আবদার হাসি মুখেই মেটালেন তারা।

ম্যাচ শুরু হওয়ার আগের দিন মোহনবাগান কোচ লড়াইয়ের বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, 'আমরা শুধু ভারতে নয়, এশিয়াতেও নিজেদের প্রমাণ করতে চাই। আর সেক্ষেত্রে এটাই সেরা সুযোগ।' প্রতিপক্ষ যে বেশ শক্তিশালি তা মেনেই নিচ্ছেন মোহনবাগান কোচ। তিনি বলেন, কঠিন ম্যাচ, ভালো প্রতিপক্ষ, বড় দল, আমরা সবসময় আমাদের দলে, আমাদের স্কোয়াডে আত্মবিশ্বাসী, ম্যাচ নিয়ে আশাবাদী।' 

দল মঙ্গল্বারের ম্যাচ ভাল খেলবে বলেই আশাবাদী মলিনা বতিনি বলেন, 'আমি সন্তুষ্ট, আমার খেলোয়াড়রা দারুন কাজ করেছে, ম্যাচ খেলার সুযোগ নেই, এমন কিছু যা আমাদের সাহায্য করেনি, গত সপ্তাহে এফসি গোয়া, খেলোয়াড়রা আগামীকালের জন্য প্রস্তুত।'  

Advertisement
Read more!
Advertisement
Advertisement