Advertisement

AFC Women Champions League: ড্র করলেই মূলপর্বে লাল-হলুদ, কীভাবে ফ্রিতে দেখবেন ইস্টবেঙ্গলের vs কিটচি ম্যাচ?

রবিবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে কিটচি এসসির মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে নম পেনহ ক্রাউন এফসির বিরুদ্ধে জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর লাল-হলুদের মহিলা ব্রিগেড। ফলে তারা জয় ছাড়া কিছুই ভাবতে নারাজ।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • পেনহ,
  • 31 Aug 2025,
  • अपडेटेड 9:53 AM IST

রবিবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে কিটচি এসসির মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে নম পেনহ ক্রাউন এফসির বিরুদ্ধে জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর লাল-হলুদের মহিলা ব্রিগেড। ফলে তারা জয় ছাড়া কিছুই ভাবতে নারাজ।

ড্র করলেই মূলপর্বে চলে যাবে ইস্টবেঙ্গলের মেয়েরা
অন্যদিকে, নম পেনহ ক্রাউন এফসির বিরুদ্ধে কিটচি এসসির ম্যাচ ড্র হওয়ায় বাড়তি সুবিধা পেয়েছে ইস্টবেঙ্গল। শেষ ম্যাচ ড্র করলেই মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে অ্যান্থনি অ্যান্ড্রুসের দল। তবে ড্র নয়, রবিবার বিদেশের মাটিতে হংকংয়ের ক্লাব কিউচি এসসিকে হারিয়ে তিন পয়েন্ট নিয়েই মূলপর্বের টিকিট নিশ্চিত করতে চায় ইস্টবেঙ্গল। 

প্রতিপক্ষ কিটচি এসসিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল
তবে কিটচি এসসিকে একেবারেই হালকাভাবে নিতে রাজি নন ইস্টবেঙ্গল মহিলা দলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রস। নম পেনহ ক্রাউন এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর পর্যাপ্ত বিশ্রাম পেয়েছেন সুলঞ্জনা রাউল, সঙ্গীত বাসফোররা। আর সেই সময় দলের শক্তি পুনর্গঠন করে নিয়েছেন অ্যান্থনি অ্যান্ড্রস।

কীভাবে দেখবেন এই ম্যাচ?
রবিবার কম্বোডিয়ার নম পেনহ ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে ভারতীয় সময় বিকাল ৫:৩০ টায় কিটচি এসসির বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। ম্যাচ সরাসরি দেখা যাবে ফেসবুকে। BTV Asian Sports Live-এর Facebook page-এ। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে ইস্টবেঙ্গল মহিলা দলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস বলেন, 'অনেকটা আত্মবিশ্বাস নিয়েই আমরা এই ম্যাচে মাঠে নামব। প্রথম ম্যাচে আমাদের বেশ কিছু ভুল-ত্রুটি ছিল। মাঝের সময়টা আমরা সেই বিষয়গুলো নিয়েই কাজ করেছি। দুটো ম্যাচের মাঝে আমরা প্রস্তুতির জন্য অনেকটা সময়ও পেয়েছি।' 

শেষ ম্যাচে নম পেনহ ক্রাউন এফসির বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করেছিল কিটচি এসসি। এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচের মন্তব্য, 'কিউচি এসসি যথেষ্ট শক্তিশালী দল। তবে আমরা আমাদের পরিকল্পনা নিয়ে তৈরি। দেশের সম্মানের জন্য এই ম্যাচ আমরা জিততে চাই।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement