Advertisement

Super Cup 2025: সুপার কাপ শুরু হচ্ছে অক্টোবরেই, দিন ঘোষণা করে দিল AIFF

ভারতীয় ফুটবল মরসুম কবে থেকে শুরু হবে? এ নিয়ে নানা প্রশ্ন ময়দানে ফুটবল প্রেমীদের মধ্যে অনেকদিন ধরেই চলছে। অনেকদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এবারের মরসুম আইএসএল দিয়ে নয়, শুরু হবে সুপার কাপ দিয়ে। তবে সেটা কবে সেটা নিয়েই ছিল প্রশ্ন। রবিবার সে ব্যাপারে খোলসা করল এআইএফএফ। জানিয়ে দেওয়া হল, সুপার কাপ শুরু হবে ২৫ অক্টোবর। ফাইনাল ২২ নভেম্বর।

সুপার কাপ ও কল্যাণ চৌবেসুপার কাপ ও কল্যাণ চৌবে
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 07 Sep 2025,
  • अपडेटेड 1:10 PM IST

ভারতীয় ফুটবল মরসুম কবে থেকে শুরু হবে? এ নিয়ে নানা প্রশ্ন ময়দানে ফুটবল প্রেমীদের মধ্যে অনেকদিন ধরেই চলছে। অনেকদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এবারের মরসুম আইএসএল দিয়ে নয়, শুরু হবে সুপার কাপ দিয়ে। তবে সেটা কবে সেটা নিয়েই ছিল প্রশ্ন। রবিবার সে ব্যাপারে খোলসা করল এআইএফএফ। জানিয়ে দেওয়া হল, সুপার কাপ শুরু হবে ২৫ অক্টোবর। ফাইনাল ২২ নভেম্বর।

এবার সুপার কাপের সঙ্গেই আইএসএল চলবে কিনা সেটা নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। ভারতীয় ফুটবল নিয়ে অনেকদিন ধরেই টালবাহানা অব্যাহত। তবে এবার মনে হচ্ছে কিছুটা হলেও সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পেতে শুরু করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিছুদিন আগেই জানা গিয়েছিল, চলতি বছরের শেষে আয়োজিত হবে দেশের সর্বোচ্চ লিগ আইএসএল। ফলে তার আগেই সুপার কাপ আয়োজন করতে চায় ফেডারেশন। এবার সুপার কাপ শুরুর দিনক্ষণ ঘোষণা করে দিল এআইএফএফ। শনিবার রাতে ফেডারেশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভারতীয় ফুটবল ফেডারেশন-এর কার্যনির্বাহী কমিটি শনিবার, ৬ সেপ্টেম্বর ভার্চুয়াল বৈঠকে বসে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে ফেডারেশনের রিকোয়েস্ট ফর কোটেশন (RFQ) প্রক্রিয়াকে অনুমোদন দেওয়া হয়, যার মাধ্যমে নির্দিষ্ট মেয়াদের জন্য এআইএফএফের স্বত্ব প্রদানের দায়িত্ব নেওয়ার জন্য একটি সংস্থা নির্বাচন করা হবে। এই নির্বাচন প্রক্রিয়া তত্ত্বাবধানের জন্য একটি তিন সদস্যের বিড ইভ্যালুয়েশন কমিটি (BEC) গঠন করা হয়েছে। 

এই কমিটির চেয়ারম্যান হিসেবে থাকবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ন্যায়মূর্তি এল.নাগেশ্বর রাও। বাকি দুই সদস্য হলেন এএফসি-র অডিট ও কমপ্লায়েন্স কমিটির সদস্য কেশাভরন মুরুগাসু এবং এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেই।

এছাড়াও, এআইএফএফ-এর এমআরএ টাস্ক ফোর্স কমিটি, যা গত ৭ এপ্রিলের নির্বাহী বৈঠকে গঠিত হয়েছিল, তা টেন্ডার কমিটি হিসেবে কাজ চালিয়ে যাবে। এই কমিটি পেশাদার সংস্থার দেওয়া সুপারিশগুলি মূল্যায়ন করবে। ফলে সব মিলিয়ে মনে করা হচ্ছে, ভারতীয় ফুটবলের উপর থেকে যে আশঙ্কার মেঘ গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল, এবং তা ক্রমশ প্রকট হচ্ছিল, সেই মেঘ এবার কাটতে চলেছে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement