Advertisement

ISL নিয়ে অবশেষে কাটল অচলাবস্থা, বিরাট স্বস্তি ভারতীয় ফুটবলে

এই মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তার মেঘ আপাতত কাটল। সোমবার এফএসডিএল-এর সঙ্গে বৈঠক ছিল ফেডারেশনের। সেই বৈঠকের পরেই সমর্থকদের আস্বস্ত করেছে এআইএফএফ।

ISL Trophy ISL Trophy
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Aug 2025,
  • अपडेटेड 9:30 PM IST
  • এই মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে অনিশ্চয়তার মেঘ আপাতত কাটল
  • সোমবার এফএসডিএল-এর সঙ্গে বৈঠক ছিল ফেডারেশনের

এই মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে অনিশ্চয়তার মেঘ আপাতত কাটল। সোমবার এফএসডিএল-এর সঙ্গে বৈঠক ছিল ফেডারেশনের। সেই বৈঠকের পরই সমর্থকদের আশ্বস্ত করেছে এআইএফএফ (AIFF)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতের ফুটবল ফেডারেশন লিখেছে, 'ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে দুই পক্ষেই একসঙ্গে কাজ করবে।' 

সমস্যা কি আদৌ মিটল?

যদিও কোন শর্তে দুই পক্ষ এক জায়গায় এল, সেই ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। বলা হয়েছে, গোটা বিষয়টা আদালতের বিচারধীন। তাই এই ব্যাপারে এখনই কোনও মন্তব্য করবে না ফেডারেশন। মূল সমস্যাটা হয়েছিল চুক্তি নিয়ে। ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত ফেডারেশনের সঙ্গে চুক্তি রয়েছে এফএসডিএলের। কিন্তু এই মরসুমে নির্দিষ্ট সময়ে আইএসএলে শুরু হলে তা চলবে এপ্রিলের শেষ পর্যন্ত। কিন্তু চুক্তি তো ডিসেম্বর পর্যন্ত। তাহলে জানুয়ারি থেকে বিনা চুক্তিতে কীভাবে হবে আইএসএল? সমস্যাটা এখানেই শুরু হয়েছে। 

আইএসএল শেষ হওয়া অবধি চুক্তি থাকতে পারে

শোনা যাচ্ছিল, ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে উদ্যোগী হতে চাইছে এফএসডিএলও। সেরকম হলে ডিসেম্বরেই শেষ হয়ে যাওয়া চুক্তি, ভারতীয় ফুটবলের স্বার্থে আপাতত ২০২৬-এর এপ্রিল পর্যন্ত চলতে পারে। সেক্ষেত্রে দু'পক্ষ রাজি হয়ে পুরনো শর্তে চুক্তি বেড়ে যেতে পারে ২৬'এর এপ্রিল পর্যন্ত। আর এদিনও সেটাই হল।

আপাতত যা সিদ্ধান্ত হয়েছে তাতে আইএসএল-এর আগে সুপার কাপ খেলবে দলগুলি। এখন সমস্যা মিটে যাওয়ার পরেও ফেডারেশনের একই অবস্থান বজায় থাকে কিনা সেটাই এখন দেখার। তারমধ্যে নতুন সংবিধানে নির্বাচন হয়ে যাবে ভারতীয় ফুটবল ফেডারেশনে। একদিকে এপ্রিল পর্যন্ত আইএসএল চলবে। 

পাশাপাশি ফেডারেশনের নব নির্বাচিত কমিটি এফএসডিএলের সঙ্গে আলাচনায় বসবে নতুনভাবে চুক্তির শর্ত ঠিক করতে। এতে খেলাও যেরকম হবে, সেরকম ফেডারেশন এবং এফএসডিএলের মধ্যে চুক্তির শর্তও সময় নিয়ে ধীরে সুস্থে ঠিক করা যাবে।

শোনা যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি নিয়ে রাজি হয়ে গিয়েছেন এফএসডিএল কর্তারাও। নির্দিষ্ট সময়ে আইএসএল শুরু করতে চান, বলে ক্লাবগুলিকেও প্রস্তুত থাকার জন্য আভাস দিতে শুরু করেছে এফএসডিএল। পাশাপাশি আইএসএলের ক্রীড়াসুচীও তৈরি করে রাখা হচ্ছে। যে মুহূর্তে জট খুলবে, সেই মুহূর্তে সেপ্টেম্বরে আইএসএল শুরু করার জন্য প্রস্তুতি শুরু করে দেবে এফএসডিএল। ক্লাবগুলিকে আগেই আভাস দিয়ে রাখার কারণ, ক্লাবগুলিও যেন নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে রাখতে পারে।

Advertisement
TAGS:
Read more!
Advertisement
Advertisement