কিছুদিন আগেই কাফা নেশনস কাপে তৃতীয় হয়েছে ভারতের ফুটবল দল। তবে খালিদ জামিলের দলের খেলায় সকলে খুশি হলেও, ভারতীয় দলের পারফরম্যান্স খুশি করতে পারছে না কিংবদন্তি ভাইচুং ভুটিয়াকে। তিনি মনে করেন ভারতীয় দলকে আরও ধারাবাহিক হতে হবে। কলকাতায় এসে সাংবাদিক সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
ভাইচুং বলেন, 'কাফায় তৃতীয় হওয়া ভালো ফলাফল। তবে এমন সাফল্য পিকে বন্দ্যোপাধ্যায়ের আমল থেকেই আমরা দেখছি। জাতীয় দলকে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। এশিয়া কাপ আর বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় ইতিবাচক ফলাফল করা আমাদের লক্ষ্য হওয়া উচিত।' জাতীয় দলে গোল করার লোকের অভাব নিয়ে অনেকদিন ধরেই বহু আলোচনা চলছে। পরিস্থিতি সামাল দিতে সুনীল ছেত্রীকে পর্যন্ত অবসর থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। তবুও গোল করার লোকের অভাবে ভুগছে ভারতীয় দল। বাইচুংয়ের পরামর্শ, অনূর্ধ্ব ২৩ দলে ভালো খেলা ফরোয়ার্ডদের সিনিয়র দলে নিয়ে আসা হোক। ভাইচুং বলেন, 'সিনিয়র দলে গোল করার লোক নেই। কাফায় তিনটে গোল তো ডিফেন্ডাররাই করল, ডেড বল সিচুয়েশন থেকে। তাই জুনিয়র দলে ভালো খেলা প্লেয়ারদের প্রমোশন দেওয়া হোক।'
তিনি যে ফেডারেশন নির্বাচনে অংশ নেবেন না, তা ফের ঘোষণা করে দিয়েছেন ভাইচুং। তিনি বলেন, 'আমি ভোটে দাঁড়াব না। তবে আশা করছি যোগ্য কারও হাতে দায়িত্ব যাবে এবং তিনি ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ আমাদের ফের শূন্য থেকে শুরু করতে হবে।' তাঁর মতে তিন বছরেও ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সংবিধান কার্যকর করতে পারেনি দায়িত্বপ্রাপ্ত কমিটি। ফলে সমস্যা এখন প্রায় আয়ত্তের বাইরে চলে যাওয়ার মত জায়গায় গিয়েছে। এই পরিস্থিতিতে আগামী অক্টোবরের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করার জন্য ফেডারেশনকে রীতিমতো ‘ডেডলাইন’ দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার নির্দেশ উপেক্ষা করলে যে ফের ‘সাসপেন্ড’ করা হতে পারে, সেই ইঙ্গিতও রয়েছে চিঠিতে। ভাইচুং বলছেন,‘ফিফার উচিত ছিল তিন বছর আগে চিঠি দেওয়া।’
পাশাপাশি সুপার কাপ হওয়ার কথা ঘোষণা হলেও অংশগ্রহনকারী দলগুলো নানান শর্ত দিচ্ছে। ভাইচুংয়ের কটাক্ষ , 'আইএসএল ছাড়ুন, আই লিগের অবস্থা দেখুন। চ্যাম্পিয়ন টিম ট্রফি পায় না। কাদের অবনমন হবে পরিষ্কার নয়। তৃণমূলস্তরে কোনও কাজ হচ্ছে না।'